টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) জন্য ভারতীয় দল (Team India) ঘোষনা হয়ে গিয়েছে। সেই দলে জায়গা পাননি কেকেআর (Kolkata Knight Riders) তারকা ফিনিশার রিঙ্কু সিং (Rinku Singh)। গত মরসুম থেকে আইপিএল-এ (IPL) ফিনিশার হিসেবে উঠে এসেছেন মিডল অর্ডার ব্যাটার। মঙ্গলবারই ১৫ জনের দল ঘোষণা হয়ে গিয়েছে। সেই তালিকায় নেই রিঙ্কু। অথচ, রিঙ্কুর পরিবারের সদস্যরা ভেবেছিলেন, তাঁদের বাড়ির ছেলে এবারের টি২০ বিশ্বকাপে সুযোগ পাবেন। তবে তা হয়নি। যদিও এখনও কেকেআর তারকার সামনে সুযোগ থাকছে টি২০ বিশ্বকাপে খেলার। কারণ, তিনি ১৫ জনের দলে না থাকলেও রিজার্ভ হিসেবে রয়েছেন। অর্থাৎ কোনও ব্যাটার চোট পেলে তাঁকে নামানো হতে পারে।
রিঙ্কুর আলিগড়ের বাড়িতে মঙ্গলবার সকাল থেকেই ছিল উৎসবের পরিবেশ। তবে বেলা গড়াতেই যখন দল ঘোষণা হয় তখন রিঙ্কুই বাড়িতে ফোন করে জানান এই খবর। এক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তাঁর বাবা। রিঙ্কু সিংয়ের বাবা বলেন, ‘আশা তো অনেক ছিল। বিশ্বকাপ টিমে ও সুযোগ পেল না বলে একটু দুঃখও রয়েছে। মিষ্টি ও বাজি কিনে এনেছিলাম। ভেবেছিলাম একাদশে সুযোগ পাবে। যার ফলে কষ্ট হচ্ছে।’ বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়ায় মর্মাহত রিঙ্কু। তবে তাঁর ছেলে যে ফিরে আসবে সে ব্যাপারে আশাবাদী রিঙ্কুর বাবা। বলেন, 'ওর মন খারাপ ঠিকই, কিন্তু হৃদয় ভেঙেছে এমনটা নয়। ও ওর মাকে ফোন করেছিল। তারপর জানিয়েছে একাদশে নাম নেই। তবে ১৫ সদস্যের মধ্যে নাম রয়েছে। টিমের সঙ্গে যাবে।'
রিঙ্কুই যে তাঁদের মুখ উজ্জ্বল করেছেন তা জানাতে ভুললেন না তাঁর বাবা। তাই তিনি চান রিঙ্কু ভারতীয় দলে ফের নিজের জায়গা পাকা করুক। বলেন, 'আমি তো এটাই চাই যে ছেলে ভারতের হয়ে আগামীতে খেলে যেন সফল হয়। ছেলের জন্য আমি পরিচিতি পেয়েছি। সকলে এখন আমাকে ওর জন্যই চেনে। বলে দেখো, ‘রিঙ্কুর বাবা যাচ্ছে’। গর্ববোধ হয়। রিঙ্কু আমার নাম উজ্জ্বল করেছে।'