scorecardresearch
 

Rohit Sharma Hardik Pandya: ওয়াংখেড়েতে উৎসবের মাঝে হার্দিককের কান্না, রোহিত বললেন...

টি২০ বিশ্বকাপে জিতে হার্দিকের মুখে স্নেহের চুমু দিয়েছিলেন রোহিত শর্মা। সেই শুরু। তারপর ওয়াংখেড়েতে টিম ইন্ডিয়ার সেলিব্রেশনের সময় রোহিতকে দেখা গেল হার্দিককে ধন্যবাদ জানাতে। যা শুনে কেঁদেই ফেললেন টিম ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেন। কিছু মাস আগেও যে ওয়াংখেড়েতে শুনতে হয়েছে নানা কটূ কথা, সেই স্টেডিয়াম্রেই ওঠে 'হার্দিক হার্দিক...' আওয়াজ।   

Advertisement
রোহিতের কোলে হার্দিক রোহিতের কোলে হার্দিক

টি২০ বিশ্বকাপে জিতে হার্দিকের মুখে স্নেহের চুমু দিয়েছিলেন রোহিত শর্মা। সেই শুরু। তারপর ওয়াংখেড়েতে টিম ইন্ডিয়ার সেলিব্রেশনের সময় রোহিতকে দেখা গেল হার্দিককে ধন্যবাদ জানাতে। যা শুনে কেঁদেই ফেললেন টিম ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেন। কিছু মাস আগেও যে ওয়াংখেড়েতে শুনতে হয়েছে নানা কটূ কথা, সেই স্টেডিয়াম্রেই ওঠে 'হার্দিক হার্দিক...' আওয়াজ।   

প্রথমে দিল্লি ও তার পরে মুম্বইয়ে ফিরে তিনি যে আবেগ দেখেছেন তাতে অবাক হয়ে গিয়েছেন ভারতের বিশ্বজয়ী অধিনায়ক। নিজের ঘরের মাঠে কথা বলতে গিয়ে প্রথমেই হার্দিক পান্ডিয়ার নাম নিলেন রোহিত। এই হার্দিককে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক করা নিয়ে কম বিতর্ক হয়নি। তবে ভারতের হয়ে খেলতে নেমে কোনও তারকাই মনে রাখেননি সেই তিক্ততাঁর কথা। সেটা আবার প্রমানিত হল। বিশ্বকাপ জেতার সবচেয়ে বড় কৃতিত্ব হার্দিককে দিলেন রোহিত। অধিনায়কের কথা শুনে কেঁদে ফেললেন সামনে বসে থাকা হার্দিক।

বিশ্বকাপ জিতে ফেরা ভারতীয় দলের জন্য ওয়াংখেড়েতে সংবর্ধনার আয়োজন করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানে রোহিত বিশ্বকাপ ফাইনালের শেষ ওভারের অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, 'শেষ ওভারে যে কোনও রান বাঁচানোই খুব কঠিন। প্রচুর চাপ থাকে। সেই চাপ সামলে হার্দিক বল করেছে। প্রথমে ক্লাসেনকে আউট করে ও আমাদের খেলায় ফিরিয়েছে। তার পরে শেষ ওভারে মিলারের উইকেট নিয়েছে। আমাদের বিশ্বকাপ জিতিয়েছে। হার্দিক দুর্দান্ত।'

Advertisement

রোহিত প্রশংসা করেন সূর্যকুমার যাদবেরও। শেষ ওভারে তিনি যে ভাবে ডেভিড মিলারের ক্যাচ ধরেছেন সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন রোহিত। তিনি বলেন, 'আমি তখন লং অনে ছিলাম। সূর্য লং অফে ছিল। মিলার যখন বলটা মারল কয়েক সেকেন্ডের জন্য মনে হয়েছিল, হয়তো ছক্কা হবে। কিন্তু সূর্য দুর্দান্ত ক্যাচ ধরল। এটা অনুশীলনের ফসল। যে ভাবে ও অনুশীলনে পরিশ্রম করেছে তার ফল পেয়েছে।' পাশাপাশি এই বিশ্বকাপ জয় ভারতের সমস্ত ফ্যানদের। এমনটাই জানিয়েছেন রোহিত। তিনি বলেন, 'এই ট্রফি আমাদের জন্য দারুণ গুরুত্বপূর্ণ। তবে এই ট্রফি আসলে সবার। ভারতে নামার পর থেকে বুঝতে পারছি, এই ট্রফি জেতার জন্য আমাদের পাশাপাশি গোটা দেশ অপেক্ষা করেছে।'     

রোহিত যখন এই কথাগুলি বলছেন তখন সামনে চেয়ারে বসে থাকা হার্দিকের চোখে জল। অথচ মুখে হাসি। রোহিতের মুখে হার্দিকের প্রশংসা শুনে ওয়াংখেড়ের গ্যালারিও হার্দিকের নামে চিৎকার করল। যে গ্যালারি থেকে ছ’মাস আগে টিটকিরি ভেসে এসেছিল, সেই গ্যালারি থেকেই নিজের নামে জয়ধ্বনি শুনলেন হার্দিক।

আরও পড়ুন

Advertisement