scorecardresearch
 

RR vs GT, IPL 2022 Final: ছক্কা হাঁকিয়ে যখন দলকে IPL 2022 ট্রফি দিলেন গিল, VIDEO

শুভমান গিল একটি ছক্কা মেরে দুর্দান্ত ভাবে ম্যাচটি শেষ করেন। ইনিংসের ১৯তম ওভারে ওবেদ ম্যাককয়ের প্রথম বলেই স্কোয়ার লেগের ওভারে এই ছক্কা হাঁকান গিল। গিলের ছক্কা মারতেই উদযাপনে ডুবে যায় গুজরাত টাইটান্সের ডাগআউট এবং মাঠে উপস্থিত দলের সমর্থকরা। 

Advertisement
গুজরাত ক্রিকেটারদের উচ্ছ্বাস গুজরাত ক্রিকেটারদের উচ্ছ্বাস
হাইলাইটস
  • ৬ মেরে দলকে জেতান গিল
  • প্রথমবার খেলতে নেমেই চ্যাম্পিয়ন গুজরাত

গুজরাট টাইটানস (GT) তাদের অভিষেক মরশুমে দুর্দান্ত পারফরম্যান্স করে আইপিএল শিরোপা জিতেছে। অন্যদিকে রাজস্থানের দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের স্বপ্ন অধরা থেকে গেছে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) দল সাত উইকেটে জিতেছে। গুজরাটের জয়ে শুভমান গিলও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং অপরাজিত ৪৫ রান করেন।


শুভমান গিল একটি ছক্কা মেরে দুর্দান্ত ভাবে ম্যাচটি শেষ করেন। ইনিংসের ১৯তম ওভারে ওবেদ ম্যাককয়ের প্রথম বলেই স্কোয়ার লেগের ওভারে এই ছক্কা হাঁকান গিল। গিলের ছক্কা মারতেই উদযাপনে ডুবে যায় গুজরাত টাইটান্সের ডাগআউট এবং মাঠে উপস্থিত দলের সমর্থকরা। 

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নয় উইকেটে মাত্র ১৩০ রান করেছিল রাজস্থান। রাজস্থানের হয়ে জস বাটলার সর্বোচ্চ ৩৯ ও যশস্বী জয়সওয়াল করেন ২২ রান। অন্য কোনো ব্যাটসম্যান ক্রিজে থেকে খেলতে পারেননি। গুজরাত টাইটান্সের হয়ে হার্দিক পান্ডিয়া ১৭ রানে তিনটি উইকেট নেন। সেখানে আর.সাই কিশোর নেন দুটি উইকেট।

আরও পড়ুন: IPL 2022-এ টাকার বৃষ্টি! কত কোটি টাকা পেলেন হার্দিক-বাটলাররা?

ফাইনাল ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হন হার্দিক পান্ডিয়া। তৃতীয়বারের মতো আইপিএল ফাইনালে কোনো অধিনায়ক এই পুরস্কার জিতেছেন। এর আগে শুধুমাত্র অনিল কুম্বলে(২০০৯) এবং রোহিত শর্মা (২০১৫) এই কৃতিত্ব অর্জন করতে পেরেছিলেন। সামগ্রিকভাবে হার্দিক পান্ডিয়া চতুর্থ ভারতীয় অধিনায়ক যিনি আইপিএল জিতেছেন। এর আগে এমএস ধোনি, গৌতম গম্ভীর, রোহিত শর্মা এই কৃতিত্ব অর্জন করেছেন। 

Advertisement

Advertisement