scorecardresearch
 

হাসপাতাল থেকে ছুটি মিলল সচিনের, করোনার জন্য হয়েছিলেন ভর্তি

ভারতের কিংবদন্তি তথা সর্বাধিক রান সংগ্রহকারী ক্রিকেটার সচিন তেন্দুলকর করোনা মহামারীকে জয় করেছেন। আজ বৃহস্পতিবার হাসপাতাল থেকে তাঁকে ছুটি দেওয়া হয়েছে। তবে আপাতত তাঁকে ঘরের মধ্যে কোয়ারান্টাইন পর্ব কাটাতে হবে। গত ২৭ মার্চ সচিন করোনা সংক্রমিত হয়েছিলেন। তিনি নিজেই এই ব্যাপারটি সোশ্যাল মিডিয়ার সাহায্যে সমর্থকদের অবগত করেন।

Advertisement
সচিন তেন্দুলকর (ছবি - পিটিআই) সচিন তেন্দুলকর (ছবি - পিটিআই)
হাইলাইটস
  • হাসপাতাল থেকে ছুটি পেলেন সচিন তেন্দুলকর
  • গত ২৭ মার্চ তিনি করোনায় আক্রান্ত হয়েছিল
  • ২ এপ্রিল তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল

ভারতের কিংবদন্তি তথা সর্বাধিক রান সংগ্রহকারী ক্রিকেটার সচিন তেন্দুলকর করোনা মহামারীকে জয় করেছেন। আজ বৃহস্পতিবার হাসপাতাল থেকে তাঁকে ছুটি দেওয়া হয়েছে। তবে আপাতত তাঁকে ঘরের মধ্যে কোয়ারান্টাইন পর্ব কাটাতে হবে। গত ২৭ মার্চ সচিন করোনা সংক্রমিত হয়েছিলেন। তিনি নিজেই এই ব্যাপারটি সোশ্যাল মিডিয়ার সাহায্যে সমর্থকদের অবগত করেন।

আসলে ২৭ মার্চ করোনা পজ়িটিভ হওয়ার ছ'দিন পর ভারতের এই মহান ক্রিকেটারকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তেন্দুলকর টুইট করে জানিয়েছিলেন, "আপনাদের প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ। চিকিৎসকদের পরামর্শ অনুসারে আমাকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। আশা করছি, আগামী কয়েকদিনের মধ্যেই বাড়ি ফিরে আসতে পারব। আপানারাও নিজেদের খেয়াল রাখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।"

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে গত মাসে ছত্তিশগড়ের রায়পুরে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ়ের আয়োজন করা হয়েছিল। এই টুর্নামেন্টে সচিন ইন্ডিয়া লেডেন্ডস দলকে নেতৃত্ব দেন। ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর পর তিনি মুম্বই ফিরে আসেন এবং ২৭ মার্চ করোনায় আক্রান্ত হন।

এই একই দিনে সন্ধ্যে হতে না হতেই ইউসুফ পাঠানও টুইট করে জানান যে তিনিও করোনায় আক্রান্ত হয়েছেন। পরবর্তীকালে এই টুর্নামেন্টে খেলা ইরফান পাঠান এবং এস বদ্রীনাথও কোভিড পজ়িটিভ হন। প্রত্য়েক ক্রিকেটারই নিজেদের টুইটার হ্যান্ডেলে এই কথা জানিয়েছেন। সেইসঙ্গে নিজেদের ঘরের মধ্যে কোয়ারান্টাইন করে রেখেছেন। গোটা টুর্নামেন্ট জুড়ে কঠোর নিরাপত্তা সত্ত্বেও গোটা স্টেডিয়ামে একটাও দর্শকাসন ফাঁকা ছিল না। সামাজিক দুরত্ব তো অনেক দূরের কথা, কারোর মুখে মাস্ক পর্যন্ত ছিল না।

Advertisement

Advertisement