scorecardresearch
 

Slaman Khan In East Bengal: ইস্টবেঙ্গলে সলমন খানের শো, কীভাবে কাটবেন টিকিট, দাম কত?

ইস্টবেঙ্গলের (East Bengal) আমন্ত্রণে আসছেন বলিউডের ভাইজান সলমন খান (Salman Khan)। শুরু হয়ে গিয়েছে টিকিট বিক্রিও। ১৩ মে আসছেন সলমন। সেই শো হবে ইস্টবেঙ্গল মাঠেই (East Bengal Ground)। সোমবার থেকেই শুরু হয়ে গেল সেই শো-এর টিকিট বিক্রি। অনলাইনে এই টিকিট কাটা যাচ্ছে। 

Advertisement
ইস্টবেঙ্গলে আসছেন সলমন ইস্টবেঙ্গলে আসছেন সলমন
হাইলাইটস
  • শুরু হল সলমন খানের অনুষ্ঠানের টিকিট বিক্রি
  • কত দাম টিকিটের?

ইস্টবেঙ্গলের (East Bengal) আমন্ত্রণে আসছেন বলিউডের ভাইজান সলমন খান (Salman Khan)। শুরু হয়ে গিয়েছে টিকিট বিক্রিও। ১৩ মে আসছেন সলমন। সেই শো হবে ইস্টবেঙ্গল মাঠেই (East Bengal Ground)। সোমবার থেকেই শুরু হয়ে গেল সেই শো-এর টিকিট বিক্রি। অনলাইনে এই টিকিট কাটা যাচ্ছে। 

কীভাবে কাটবেন সলমন খানের শো-এর টিকিট?
সলমন খানের দাবাং শো-এর টিকিট পাওয়া যাচ্ছে পেটিএম ইনসাইডারে (Paytm Insider)। মোবাইলে ইনস্টল করতে হবে পেটিএম ইনসাইডার অ্যাপ। তারপর সেখানে গিয়ে আপনাকে দেখতে হবে কোন ধরনের টিকিট আপনি কাটতে চান। টিকিটের সর্বনিম্ন মূল্য ৯৯৯ টাকা। এই টিকিট কাটলে ভাইজান জোনে বসে গোটা অনুষ্ঠান উপভোগ করতে পারবেন দর্শকরা। কিক জোনের টিকিটের দাম ১,৬৫০টাকা। এই টিকিট কাটলে আপনি এরিয়ান গ্যালারিতে বসে সলমনের শো দেখতে পারবেন। যদিও ইস্টবেঙ্গল গ্যালারিতে বসে এই অনুষ্ঠান দেখতে হলে খরচ হবে ২৫০০ টাকা। এই অংশের নাম দেওয়া হয়েছে সুলতান জোন। ৩৫০০ টাকার টিকিট কাটলে ওয়ান্টেড জোনে বসে অনুষ্ঠান দেখতে পারবেন। আর একেবারে সামনে দাবাং জোনে বসে অনুষ্ঠান দেখতে ২৫,০০০ টাকা খরচ করতে হবে। 

অনুষ্ঠানের পোস্টার
অনুষ্ঠানের পোস্টার

আরও পড়ুন: আইজলের সঙ্গেও এগিয়ে থেকে ড্র, সুপার কাপ থেকে বিদায় ইস্টবেঙ্গলের

কারা পারফর্ম করবেন?
উদ্যোগক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, সলমন খান ছাড়াও সোনাক্ষী সিনহা (sonakshi sinha), জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez) , গুরু রানধাওয়া (Guru Randhawa), প্রভু দেবা (Prabhu Deva) এই অনুষ্ঠানে পারফর্ম করবেন। ইস্টবেঙ্গলের শতবর্ষের অনুষ্ঠানের অংশ হিসেবে ক্লাবের মাঠে এই অনুষ্ঠান আয়োজন করছেন উদ্যোক্তারা। কিছুদিন আগেই ক্লাবে এসে সলমনের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা মাঠ ,লন, ঘুরে দেখেন। তাঁরা নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট হওয়ার পরেই এই অনুষ্ঠান আয়োজনের সবুজ সংকেত মেলে। তারপরেই শুরু হয়েছে টিকিট বিক্রি। 

Advertisement

আরও পড়ুন: সব চুক্তি বাতিল করল ইনভেস্টার, জোর ধাক্কা ময়দানের বড় ক্লাবের

এর আগে শতবর্ষ উদযাপনে কলকাতার বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও কোভিডের কারণে তা ভেস্তে গিয়েছে। তবে এবার সব স্বাভাবিক হওয়ায় সেলিব্রেশন শুরু হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১২ই মে কলকাতায় আসবেন সলমন খান । ১৩ই মে সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করে সন্ধ্যা ৬টায় শুরু হতে চলা দাবাং শো-র অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। 
 

Advertisement