scorecardresearch
 

India VS England 2nd Test: শিকে ছিঁড়ল সরফরাজের, ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে কেমন দল ভারতের?

অবশেষে ভারতীয় দলে (Team India) সুযোগ পেলেন সরফরাজ খান (Sarfaraz Khan)। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে ২ ফেব্রুয়ারি। সেই ম্যাচে চোটের জন্য খেলতে পারবেন না দুই তারকা ক্রিকেটার। হ্যামস্ট্রিয়ং চোটের জন্য ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। আরেক তারকা কেএল রাহুলকেও (KL Rahul) পাওয়া যাবে না চোটের জন্যই।

Advertisement
সরফরাজ খান সরফরাজ খান
হাইলাইটস
  • টেস্ট দলে এলেন সরফরাজ
  • দ্বিতীয় টেস্টে নেই রাহুল ও জাদেজা

অবশেষে ভারতীয় দলে (Team India) সুযোগ পেলেন সরফরাজ খান (Sarfaraz Khan)। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে ২ ফেব্রুয়ারি। সেই ম্যাচে চোটের জন্য খেলতে পারবেন না দুই তারকা ক্রিকেটার। হ্যামস্ট্রিয়ং চোটের জন্য ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। আরেক তারকা কেএল রাহুলকেও (KL Rahul) পাওয়া যাবে না চোটের জন্যই।
 

ব্যাটিং নিয়ে সমস্যা বাড়তে পারে ভারতের
প্রথম টেস্টে দারুণ ছন্দে ছিলেন দুই ক্রিকেটার। তবে চোট পাওয়ায় তাঁরা পরের ম্যাচ খেলতে পারছেন না। প্রথম দুই টেস্ট থেকে আগেই নিজেকে সরিয়ে নিয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। ফলে বিশাখাপত্তনম টেস্টেও তিনি নেই। প্রথম টেস্ট হেরে এমনিতেই সমস্যায় টিম ইন্ডিয়া। তার উপর তারকা ক্রিকেটারদের না পাওয়া নিয়ে সমস্যা বাড়তে পারে। তবে এবার টিম ইন্ডিয়ার সংসারে যোগ দিলেন সরফরাজ। রঞ্জি ট্রাফি সহ ঘরোয়া ক্রিকেটে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের জেরেই টিম ইন্ডিয়ার দরজা খুলল তাঁর। অনেকদিন ধরেই ভারতীয় দলের দরজায় কড়া নাড়ছেন তিনি।
 

জায়গা পেতে পারেন কুলদীপ
জাদেজার জায়গায় কে খেলবেন তা এখনই বলা বেশ মুশকিল। তবে মনে করা হচ্ছে কুলদীপ যাদব (Kuldeep Yadav) সুযোগ পেতে পারেন। সেক্ষেত্রে টিম ইন্ডিয়ার ব্যাটিং কিছুটা হলেও দুর্বল হবে। প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে ভারতীয় দল ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। এমন অবস্থায় জাদেজা না থাকায় বিপাকে পারতে পারেন রোহিতরা।

আরও পড়ুন

কীভাবে চোট পেলেন জাদেজা?
হায়দরাবাদ টেস্টের চতুর্থ দিনে ব্যাট করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান জাদেজা। ম্যাচ শেষে সৌরাষ্ট্রের তারকা অলরাউন্ডারের ঠিকমত দাঁড়াতেও অসুবিধা হচ্ছিল বলে খবর। লোকেশ রাহুলও হায়দারাবাদে চোট পেয়েছেন বলে খবর। জাদেজা তৃতীয় টেস্টেও অনিশ্চিত। রাহুলের চোটের বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু শোনা যাচ্ছে না। জাদেজা ও রাহুলের পরিবর্তে কাকে স্কোয়াডে নেওয়া হয় সেটা দেখার।

Advertisement

রাহুল ও জাদেজা-হায়দরাবাদ টেস্টে প্রথম ইনিংসে দুরন্ত ইনিংস খেলেছিলেন। জাদেজা ৮৭ ও রাহুল ৮৬ রানের ইনিংস খেলেছিলেন। পাশাপাশি জাদেজা প্রথম ইনিংসে ওলি পোপ, জো রুট সহ গুরুত্বপূর্ণ তিনটি উইকেট নেন। আর দ্বিতীয় ইনিংসে জাড্ডু নেন দুটি উইকেট।  

ভারত-ইংল্যান্ড সিরিজের বাকি ম্যাচের সূচি
২য় টেস্ট: ২-৬ ফেব্রুয়ারি, বিশাখাপত্তনম
তৃতীয় টেস্ট: ১৫-১৯ ফেব্রুয়ারি, রাজকোট
চতুর্থ টেস্ট: ২৩-২৭ ফেব্রুয়ারি, রাঁচি
৫ম টেস্ট: ৭-১১ মার্চ, ধর্মশালা

Advertisement