scorecardresearch
 

KKR vs RR, IPL 2022: RR-এর কাছে হারের পর শ্রেয়াস-উমেশদের বিশেষ বার্তা SRK-র

সুনীল নারিন কোনও রান না করে আউট হলেও অ্যারন ফিঞ্চ ও শ্রেয়াস আইয়ার ভাল ব্যাট করেন। ২৮ বলে ৫৮ রান করেন ফিঞ্চ। ৫১ বলে ৮৫ রান করে আউট হন নাইট অধিনায়ক। শেষ দিকে হ্যাটট্রিক সহ মোট পাঁচ উইকেট নিয়ে নাইটদের স্বপ্ন শেষ করে দেন যুজবেন্দ্র চাহাল। ২১০ রানে শেষ হয় কেকেআর-এর ইনিংস।

Advertisement
শ্রেয়াস আইয়ার ও শাহরুখ খান শ্রেয়াস আইয়ার ও শাহরুখ খান
হাইলাইটস
  • সাত রানে হেরেছে KKR
  • দলের লড়াইয়ে মুগ্ধ শাহরুখ

সোমবার রাতে আইপিএলের (IPL)ম‍্যাচে রাজস্থান রয়‍্যালসের (Rajasthan Royals) কাছে ৭ রানে হেরেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। এই হারের পরও দলের শ্রেয়াস আইয়ারদের লড়াইয়ের প্রশংসায় কেকেআর-এর অন্যতম কর্ণধার শাহরুখ খান (Shah Rukh Khan)। বলিউড বাদশা শাহরুখ টুইট করে বাহবা দিয়েছেন কিং খান। টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন কলকাতার অধিনায়ক শ্রেয়াস। শুরুতেই অসাধারণ ব্যাট করেন রাজস্থানের ওপেনার জস বাটলার। মাত্র ৬১ বলে ১০৩ রান করেন তিনি। ১৯ বলে ৩৮ রান করে আউট হন সঞ্জু স্যামসন। রাজস্থানের রান পৌঁছায় ২১৭ তে।

জবাবে শুরুটা বেশ ভাল করেছিল কলকাতা। সুনীল নারিন কোনও রান না করে আউট হলেও অ্যারন ফিঞ্চ ও শ্রেয়াস আইয়ার ভাল ব্যাট করেন। ২৮ বলে ৫৮ রান করেন ফিঞ্চ। ৫১ বলে ৮৫ রান করে আউট হন নাইট অধিনায়ক। শেষ দিকে হ্যাটট্রিক সহ মোট পাঁচ উইকেট নিয়ে নাইটদের স্বপ্ন শেষ করে দেন যুজবেন্দ্র চাহাল। ২১০ রানে শেষ হয় কেকেআর-এর ইনিংস।   

 ২১৭ রানের লক্ষ্য নিয়েও দারুণ লড়াই করে নাইটরা। আর সেই কারণেই খুশি কিং খানও। টুইটারে তিনি লেখেন, 'যদি হারতেই হয়, তবে এইভাবেই লড়াই করে হারব।' 

ম‍্যাচের পর টুইটারে শাহরুখ লেখেন," খুব ভাল খেলেছ। শ্রেয়াস আইয়র, অ্যারন ফিঞ্চ ও উমেশ যাদব দারুণ চেষ্টা করেছে। সুনীল নারীনকে ১৫০তম ম্যাচের জন্য ও ব্রেন্ডন ম্যাকালামকে ১৫ বছর আগের ওই ইনিংসের জন্য শুভেচ্ছা। জানি আমরা হেরেছি। কিন্তু যদি হারতেই হয় তবে এ ভাবে হারা উচিত। নিজেদের মাথা উঁচু রাখ।" 

Advertisement

আরও পড়ুন: কোভিডে বিপর্যস্ত DC, মুম্বইতে সরতে পারে পন্তদের ম্যাচ

আরও পড়ুন: KKR-কে হারিয়ে পুষ্পা সেলিব্রেশনে মাতলেন RR-এর ম্যাককয়

পরপর তিন ম্যাচ হেরে কিছুটা চাপে পড়ে গেল কলকাতা। সাত ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রয়েছে কলকাতা।  

Advertisement