বিরাট সমস্যায় বাংলাদেশের (Bangladesh) তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান (Shakib Al Hasan)। সরকার পরিবর্তনের পর থেকেই দেশে ফেরেননি। বাংলাদেশের প্রাক্তন সাংসদ। সাকিব আল হাসানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাঁর স্ত্রী উম্মে আহমেদ শিশির ও তাঁদের কয়েকজন সহযোগীর হিসাবও জব্দ করা হয়েছে।
গত ২ অক্টোবর সাকিব আল হাসান ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব করেছিল বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (BFIU)। তাঁদের লেনদেন পর্যালোচনায় অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়ায় তাঁদের হিসাব জব্দ করা হয় বলে জানান ইউনিটটির একজন কর্মকর্তা। জানা গিয়েছে, আগামী ৩০ দিন এসব হিসাবে সাকিব আল হাসান এবং অন্যরা কোনো ধরনের লেনদেন করতে পারবেন না। প্রয়োজনে লেনদেন স্থগিত রাখার এ সময় বাড়ানো হবে।
৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এর পর থেকে দেশে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা ও সরকারঘনিষ্ঠ ব্যবসায়ীদের গ্রেপ্তারের পাশাপাশি তাঁদের ব্যাংক হিসাব জব্দ বা স্থগিত করা হচ্ছে। চলতি বছরেই মাগুরা-১ আসন থেকে আওয়ামি লিগের হয়ে ভোটে জিতে সংসদ সদস্য হন সাকিব। কিন্তু ৫ অগস্ট ছাত্র-জনতার আন্দোলনের জেরে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। তিনি দেশ ছেড়ে ভারতে চলে আসার পরেই দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন। তারপর থেকে দেশের বাইরেই আছেন সাকিব।
সাকিব আল হাসান বর্তমানে বিদেশে রয়েছেন। তাঁর বিরুদ্ধে দেশে মামলাও হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে তাঁর ঢাকায় আসার কথা থাকলেও তিনি শেষ মুহূর্তে দেশে না ফেরার সিদ্ধান্ত নেন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট খেলার পাশাপাশি সাকিব আল হাসান একজন ব্যবসায়ী হিসেবেও পরিচিত।
সাকিবের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করে বাংলাদেশের সরকারের নির্দেশে তাঁদের অ্যাকাউন্ট ‘ফ্রিজ়ড’ করা হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ ব্যাঙ্কের মুখপাত্র হুসনে আরা শিখা। এই নির্দেশ বাংলাদেশের বিভিন্ন ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠানের কাছেও পাঠিয়ে দেওয়া হয়েছে।