প্রয়াত হলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তী লেগ স্পিনার শেন ওয়ার্ন (Shane Warne)। মাত্র ৫২ বছর বয়সে মারা গেলেন এই ক্রিকেটার। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন প্রাক্তন এই লেগ স্পিনার। শুক্রবার সকালেই প্রয়াত হয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তী উইকেট কিপার রডনি মার্শ। ওয়ার্ন নিজেও টুইট করে কিংবদন্তী ক্রিকেটারকে শ্রদ্ধা জানান। এরপর বিকেলের দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে থাইল্যান্ডে প্রয়াত হন ওয়ার্ন। জানা যাচ্ছে, ঘরের মধ্যে অচৈতন্য অবস্থায় তাঁকে পাওয়া গিয়েছিল। চিকিৎসকদের চেষ্টার পরেও শেষ রক্ষা হয়নি।
ওয়ার্নের পরিবারের তরফ থেকে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করা হয়েছে। রডনি মার্শও গত সপ্তাহে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। শুক্রবার প্রয়াত হন। ওয়ার্নও প্রয়াত হলেন হৃদরোগে আক্রান্ত হয়েই।
১৫ বছরের ক্রিকেট কেরিয়ারে ৭০৮টি উইকেট নিয়েছেন কিংবদন্তী এই লেগস্পিনার। তিনিই বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট প্রাপক। তাঁর আগে রয়েছেন শ্রীলঙ্কার মুথাইয়া মুরলিথরন। ১৯৯২ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক করেন ওয়ার্ন। ১৯৯৩ সালের অ্যাশেজে ম্যানচেস্টারে ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে শেন ওয়ার্ন যে বলে ইংল্যান্ডের মাইক গ্যাটিংকে বোল্ড করেছিলেন সেটিকে ক্রিকেটের অন্যতম সেরা ডেলিভারি হিসেবে ধরা হয়। সেই বলই বদলে দিয়েছিল ওয়ার্নের জীবন। এরপর একে একে জিতেছেন অনেক টুর্নামেন্ট। ১৯৯৯ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন ওয়ার্ন। ১৯৯৩ থেকে ২০০৩ পর্যন্ত জিতেছেন পাঁচটি অ্যাসেজ সিরিজ।
২০০৭ সালের জানুয়ারিতে ওয়ার্ন শেষ টেস্ট খেলেছিলেন। ১৯৯৯ সালে, তিনি অস্ট্রেলিয়ার সহ-অধিনায়কও হন, কিন্তু তিনি কখনও অধিনায়ক হওয়ার সুযোগ পাননি। অথচ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম মরশুমেই তাঁর হাত ধরে চ্যাম্পিয়ন হয় রাজস্থান রয়্যালস। শেন ওয়ার্ন ইউক্রেনের পক্ষে কিছুদিন আগেই একটি বার্তা লিখেছেন এবং রাশিয়ার পদক্ষেপকে সম্পূর্ণ ভুল বলে বর্ণনা করেছেন।