scorecardresearch
 

KKR, IPL 2022: কোচ ম্যাককালামের সঙ্গে ঝগড়া করছেন শ্রেয়াস! VIDEO

শ্রেয়াস আইয়ার এখানে ব্যাট ও হেলমেট হাতে দাঁড়িয়ে ড্রেসিংরুমে বসে ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে কথা বলছিলেন। এসময়  অনুষ্ঠানে উপস্থিত উপস্থাপক অতিথি বলেন, হয়তো দুজনেই ব্যাটিং অর্ডার নিয়ে আলোচনা করছেন। যাইহোক, এই নিশ্চিত করা যাবে না।  

Advertisement
শ্রেয়াস আইয়ার শ্রেয়াস আইয়ার
হাইলাইটস
  • রেগে গেলেন KKR অধিনায়ক
  • কোচের সঙ্গে অধিনায়কের ঝগড়া

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) 2022-এ, সোমবার, কলকাতা নাইট রাইডার্স (KKR) এবং রাজস্থান রয়্যালস (RR) এর মধ্যে একটি ম্যাচ ছিল। উত্তেজনাপূর্ন এই ম্যাচে কলকাতাকে সাত রানে হারিয়েছে রাজস্থান রয়্যালস। এই ম্যাচে রানের পাহাড় পেরোতে হত কেকেআর-কে। এবং রোমাঞ্চ ছিল শেষ ওভার পর্যন্ত। এদিকে কলকাতা নাইট রাইডার্সের  অধিনায়ক শ্রেয়াস আইয়ারের একটি ভিডিও ভাইরাল হচ্ছে। 

এই ম্যাচে শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) ৮৫ রান করলেও দলকে জেতাতে পারেননি। কলকাতার হারের পর একটি ভিডিও সামনে এসেছে, যাতে শ্রেয়াস আইয়ারকে দলের কোচ ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে তর্ক করতে দেখা যায়। ম্যাচ শেষ হলে পোস্ট শো চলাকালীন এই এই ভিডিওটি দেখানো হয়েছিল। 


শ্রেয়াস আইয়ার এখানে ব্যাট ও হেলমেট হাতে দাঁড়িয়ে ড্রেসিংরুমে বসে ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে কথা বলছিলেন। এসময়  অনুষ্ঠানে উপস্থিত উপস্থাপক, অতিথিরা বলেন, হয়তো দুজনেই ব্যাটিং অর্ডার নিয়ে আলোচনা করছেন। যাইহোক, এটা নিশ্চিত করে বলা যাবে না।  

কিন্তু ভিডিওটিতে শ্রেয়াস আইয়ারের আক্রমণাত্মক প্রতিক্রিয়া দেখা যায়, যে কারণে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। 

কলকাতা-রাজস্থানের ম্যাচে তুমুল লড়াই দেখা গেছে। রাজস্থান এই ম্যাচে প্রথমে ব্যাট করে ২১৮ রানের পাহাড় প্রমাণ লক্ষ্য দেয় কলকাতাকে। রাজস্থানের হয়ে সেঞ্চুরি করেন জস বাটলার, যা এই মরশুমে তাঁর দ্বিতীয় সেঞ্চুরি। এই ম্যাচে রাজস্থানের হয়ে হ্যাটট্রিক করেন যুজবেন্দ্র চাহাল।

আরও পড়ুন: ফের ভক্তদের হতাশ করলেন বিরাট, প্রথম বলেই ফিরলেন ডাগআউটে

 শ্রেয়াস আইয়ারের ৮৫ এবং অ্যারন ফিঞ্চের ৫৮ রান ছাড়া অন্য কোনও ব্যাটসম্যান দুর্দান্ত ব্যাট করতে পারেননি। এই কারণেই শেষ ওভারে মাত্র ১১ রানের প্রয়োজন হলেও কলকাতা জিততে পারেননি। 

Advertisement

Advertisement