scorecardresearch
 

IPL 2024 KKR: ফের চোট KKR তারকার, IPL-এর আগে সমস্যায় গম্ভীররা

এবারের আইপিএল এও কি খেলতে পারবেন না শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)? দিল্লি থেকে ১২ কোটি টাকায় তাঁকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। তবে গত মরসুমে তিনি একটাও ম্যাচ খেলতে পারেননি। গোটা মরসুমে কেকেআর-এর ক্যাপ্টেন্সির ব্যাটন ছিল নীতিশ রানার হাতে। এবারেও চোটের কবলে পড়েছেন কেকেআর ক্যাপ্টেন। সূত্রের খবর ইংল্যান্ডের বিরুদ্ধে চলা টেস্ট সিরিজ থেকেই নাকি ছিটকে গিয়েছেন ভারতীয় দলের মিডল অর্ডার ব্যাটার। 

Advertisement
শ্রেয়াস আইয়ার IPL 2024-এ KKR-এর নেতৃত্ব দেবেন (BCCI/PTI এর সৌজন্যে) শ্রেয়াস আইয়ার IPL 2024-এ KKR-এর নেতৃত্ব দেবেন (BCCI/PTI এর সৌজন্যে)

এবারের আইপিএল এও কি খেলতে পারবেন না শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)? দিল্লি থেকে ১২ কোটি টাকায় তাঁকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। তবে গত মরসুমে তিনি একটাও ম্যাচ খেলতে পারেননি। গোটা মরসুমে কেকেআর-এর ক্যাপ্টেন্সির ব্যাটন ছিল নীতিশ রানার হাতে। এবারেও চোটের কবলে পড়েছেন কেকেআর ক্যাপ্টেন। সূত্রের খবর ইংল্যান্ডের বিরুদ্ধে চলা টেস্ট সিরিজ থেকেই নাকি ছিটকে গিয়েছেন ভারতীয় দলের মিডল অর্ডার ব্যাটার। 

কোথায় চোট পেয়েছেন শ্রেয়স?
পিঠ ও কুঁচকিতে চোট রয়েছে শ্রেয়সের। এর আগের মরসুমেও পিঠের চোটের কারণে খেলতে পারেননি। এবারেও কি সেই চোটটাই মাথা চাড়া দিল? সেটাই এখন বড় প্রশ্ন। এখন ব্যাঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করতে হবে শ্রেয়সকে। কতদিনে তিনি সুস্থ হতে পারবেন সেটাই এখন দেখার। শ্রেয়স এর আগে চোটের কবলে পড়ে যাওয়ায় নেতৃত্ব দিতে হয়েছিল রানাকে। তবে এবারে এখনই তাড়াহুড়ো করতে নারাজ কেকেআর মেন্টর গৌতম গম্ভীর।

শ্রেয়সের ফর্ম নিয়েও প্রশ্ন

আরও পড়ুন

গত বছর নভেম্বর মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে শেষ সেঞ্চুরি পেয়েছিলেন শ্রেয়স আইয়ার। ওয়াংখেড়েতে সেই ম্যাচে ১০৫ রান করেছিলেন। কিন্তু তার পর থেকে আর বড় রান করতে পারেননি। বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ৫৩ করেছিলেন। এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোহানেসবার্গে ওয়ান ডে ম্যাচে করেছিলেন ৫২ রান। তার পর থেকে আর রান নেই তাঁর ব্যাটে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটো টেস্টে যেমন ব্যর্থ, তেমনি রঞ্জিতেও রান পাচ্ছেন না তিনি। অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে করেছিলেন ৪৮। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দু'টো টেস্টের চারটে ইনিংসে ৩৫, ১৩, ২৭ আর ২৯ করেছেন। সাদা বলের ক্রিকেটে তাও পারফর্ম করেছেন, কিন্তু লাল বলের ক্রিকেটে চরম ব্যর্থ। শ্রেয়সের পরিবর্তে টেস্টে নতুন কাউকে খেলানোর পরামর্শও দিচ্ছিলেন প্রাক্তনরা।

Advertisement

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পরেই শুরু হবে আইপিএল। সেখানে কি তিনি খেলতে পারলেই সুযোগ মিলবে বিশ্বকাপে খেলার। ফলে তাঁকে ফর্মে ফিরতেই হবে। এমন পরিস্থিতিতে তিনি যদি আইপিএল-এ পুরো ফিট না হন তা হলে তাঁর টি২০ বিশবকাপে সুযোগ পাওয়া নিয়েই প্রশ্ন উঠে যাবে।            

Advertisement