৫৯ বছর বয়সে ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় (Snehashis Ganguly)। পাত্রী তাঁর দীর্ঘদিনের বান্ধবি অর্পিতা চট্টোপাধ্যায় (Arpita Chatterjee)। দাদার বিয়েতে হাজির থাকবেন ভাই সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)? বিয়ের আমন্ত্রণপত্রে সৌরভ ও তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের (Dona Ganguly) নাম থাকলেও রবিবারের বিয়ের অনুষ্ঠানে তাঁরা নাও থাকতে পারেন।
শনিবার রাতেই লন্ডন থেকে কলকাতায় ফিরেছেন সৌরভ ও ডোনা। রবিবার আইসিসি-র (ICC) বৈঠকে যোগ দিতে শ্রীলঙ্কা উড়ে যাচ্ছেন সৌরভ। আইসিসি-র বার্ষিক সাধারণ সভা এবারে বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেই কারণেই হয়ত এই অনুষ্ঠানে থাকতে পারছেন না মহারাজ। তবে দাদার বিয়ে বলে কথা, শেষ মুহূর্তে সূচি বদলও করতে পারেন সৌরভ। স্নেহাশিসের ভাবী স্ত্রী আগে অজন্তা ফুটওয়্যারের মালিকের বউ ছিলেন৷ বিয়েতে স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের হয়ে রেজিস্ট্রিতে সই করবেন পারিবারিক বন্ধু সঞ্জয় দাস৷ অর্পিতার বান্ধবী শালিনী বিশ্বাস স্নেহাশিসের ভাবী স্ত্রীয়ের হয়ে সই করবেন৷
গত বছর স্নেহাশিসের প্রথম স্ত্রী মোম গঙ্গোপাধ্যায় (Mem Ganguly) তাঁর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ করেছিলেন। এফআইআর-ও দায়ের করেছিলেন তিনি। সেই সম্পর্ক ভেঙে গিয়েছে। তার পরেই দ্বিতীয় বার বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন স্নেহাশিস। তবে অর্পিতার সঙ্গে স্নেহাশিসের বন্ধুত্ব নতুন নয়। সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন সময় গঙ্গোপাধ্যায় পরিবারের সঙ্গে দেখা গিয়েছে অর্পিতাকে। স্নেহাশিসের সঙ্গে অনেকদিন ধরেই বন্ধুত্ব রয়েছে অর্পিতার।
বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থা সিএবি-র সভাপতি পদে রয়েছেন স্নেহাশিস। এর আগে সিএবি-র সচিব পদেও ছিলেন তিনি। ক্রিকেট জীবনে বাংলার হয়ে বহু ম্যাচ জিতিয়েছেন। বস্তুত, তিনি চোট পাওয়ায় তাঁর জায়গায় ১৯৯০ সালের রঞ্জি ফাইনালে বাংলা দলে সুযোগ পেয়েছিলেন সৌরভ। সেই ফাইনাল জিতে রঞ্জি চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা। প্রশাসক স্নেহাশিসের আমলে ইডেনের চেহারা অনেক বদলেছে। গ্যালারি, ক্লাব হাউসের সংস্কার হয়েছে। বিশ্বকাপের আয়োজন করেছে ইডেন। শুরু হয়েছে পুরুষ এবং মহিলাদের বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ।