scorecardresearch
 

Snehasish Ganguly Arpita Chatterjee: 'নতুন শুরু...' দাদা স্নেহাশিসের রিসেপশনে হাজির সৌরভ, ছবি শেয়ার অর্পিতার

বিয়ের দিন দেশে ছিলেন না। তবে দাদা স্নেহাশিস গঙ্গপাধ্যায়ের (Snehashish Ganguly) বিয়ের রিসেপশনে দেখা গেল সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)। ৫৯ বছর বয়সে বিয়ে করেছেন স্নেহাশিস। তাঁর এই দ্বিতীয় বিয়ে নিয়ে অনেক আলোচনা সোশ্যাল মিডিয়ায়। তবে নিয়ম মেনেই ২১ জুলাই বিয়ে সরেন সিএবি (CAB) সভাপতি। তাঁর স্ত্রী অর্পিতা চট্টোপাধ্যায় (Arpita Chatterjee)। ৭ অগস্ট ই-এম বাইপাস হোটেলে বসে বিয়ের প্রীতিভোজের আসর। সেই আমন্ত্রণপত্রে সৌরভ গঙ্গোপাধ্যায় ও ডোনা গঙ্গোপাধ্যায়েরও নাম ছিল। তবে বুধবারের অনুষ্ঠানে দেখা যায়নি ডোনা গঙ্গোপাধ্যায়কে (Dona Ganguly)।

Advertisement
স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের রিসেপশনে সৌরভ গঙ্গোপাধ্যায় স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের রিসেপশনে সৌরভ গঙ্গোপাধ্যায়

বিয়ের দিন দেশে ছিলেন না। তবে দাদা স্নেহাশিস গঙ্গপাধ্যায়ের (Snehashish Ganguly) বিয়ের রিসেপশনে দেখা গেল সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)। ৫৯ বছর বয়সে বিয়ে করেছেন স্নেহাশিস। তাঁর এই দ্বিতীয় বিয়ে নিয়ে অনেক আলোচনা সোশ্যাল মিডিয়ায়। তবে নিয়ম মেনেই ২১ জুলাই বিয়ে সরেন সিএবি (CAB) সভাপতি। তাঁর স্ত্রী অর্পিতা চট্টোপাধ্যায় (Arpita Chatterjee)। ৭ অগস্ট ই-এম বাইপাস হোটেলে বসে বিয়ের প্রীতিভোজের আসর। সেই আমন্ত্রণপত্রে সৌরভ গঙ্গোপাধ্যায় ও ডোনা গঙ্গোপাধ্যায়েরও নাম ছিল। তবে বুধবারের অনুষ্ঠানে দেখা যায়নি ডোনা গঙ্গোপাধ্যায়কে (Dona Ganguly)।

প্রসঙ্গত, গত বছরের স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ এনেছিলেন তাঁর প্রথম স্ত্রী মোম। তিনি FIR-ও দায়ের করেন। এরপরে স্নেহাশিস মোমের বিবাহ-বিচ্ছেদ হয়ে যায়। আর তারপর দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। 

সূত্রের খবর অনেকদিন ধরেই লিভ ইন সম্পর্কে রয়েছেন স্নেহাশিস ও অর্পিতা। অর্পিতা চট্টোপাধ্যায় হলেন কলকাতারই এক পরিচিত ব্যবসায়ীর প্রাক্তন স্ত্রী, তিনি নিজেও অবশ্য ব্যবসায়ী। জানা যায়, ছত্তিশগড়ে রাসায়নিকের ব্যবসা রয়েছে অর্পিতার। বর্তমানে তাঁর বয়স ৪৭ আর স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের ৫৯। যদিও নিজেদের সম্পর্ক নিয়ে কোনওদিনই লুকোচুরি করেননি স্নেহাশিস ও অর্পিতা। আর এবার তাঁরা বিয়ের পিঁড়িতে বসছেন। তাঁদের বিয়েতে ঘনিষ্ঠদের নিমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে সৌরভ ও ডোনার তরফেই।

আরও পড়ুন

স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ও অর্পিতা চট্টোপাধ্যায়
স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ও অর্পিতা চট্টোপাধ্যায়

বহুদিন হল CAB-র সভাপতি পদে রয়েছেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, এর আগে সচিব পদেও তিনি ছিলেন। একসময় তিনিও চুটিয়ে ক্রিকেট খেলেছেন। দাদা স্নেহাশিসের হাত ধরেই ক্রিকেট জীবনে পা রেখেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি ক্রিকেট খেলার সময় স্নেহাশিসের হাত ধরে বহু ম্যাচ জিতেছে বাংলার ক্রিকেট দল। তবে ১৯৯০ সালে তিনি চোট পাওয়ায় রঞ্জি ট্রফির ফাইনালে খেলার সুযোগ পেয়েছিলেন সৌরভ, সেবার বাংলা চ্যাম্পিয়নও হয়েছিল। পরবর্তী সময় CAB- প্রশাসক হিসাবে তাঁর হাত ধরে ইডেন, গ্যালরি, ক্লাব হাউস সবকিছুরই অনেক উন্নতি হয়েছে।

Advertisement

Advertisement