scorecardresearch
 

স্থিতিশীল সৌরভ! জানালেন ডাক্তার, অ্যাঞ্জিওপ্লাস্টির সম্ভাবনা প্রাক্তন ভারত অধিনায়কের

অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন ভারত অধিনায়কের হঠাৎ বুকে ব্যাথা অনুভব হয়। মাথা ঘুরিয়ে বেহালার বাড়িতে পড়ে যান মহারাজ। সেখান থেকেই সোজা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। একটি বেসরকারি হাসপাতালের এমারজেন্সিতে ভর্তি হয়েছেন সৌরভ।

Advertisement
সৌরভ গঙ্গোপাধ্যায়। ফাইল ছবি। সৌরভ গঙ্গোপাধ্যায়। ফাইল ছবি।
হাইলাইটস
  • আচমকা অসুস্থ হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়
  • বাড়িত মাথা ঘুরে পড়ে যান বোর্ড প্রসেডিন্ট
  • বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি মহারাজ
  • হার্ট অ্যাটাক হয়েছে সৌরভের, জানালো ডাক্তার

বিসিসিআঈই প্রেসিডেন্ট ও প্রাক্তন ভারত অধিনায়র অসুস্থ। হাসপাতালে ভর্তি হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভকে সুস্থ করার প্রক্রিয়া চালাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এক বেসরকারি হাসপাতালের এমারজেন্সিতে ভর্তি মহারাজ। প্রাক্তন ভারত অধিনায়কের হঠাৎ বুকে ব্যাথা অনুভব হয়। মাথা ঘুরিয়ে বেহালার বাড়িতে পড়ে যান মহারাজ। সেখান থেকেই সোজা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। একটি বেসরকারি হাসপাতালের এমারজেন্সিতে ভর্তি হয়েছেন সৌরভ। সৌরভের জন্য মেডিক্যাল বোর্ড বসলো হাসপাতালে।

একটি মৃদ্যু হার্ট অ্যাটাক হয়েছে বলে খবর হাসপাতাল সূত্রে। একই সঙ্গে সৌরভের ডাক্তার সরোজ মণ্ডল জানিয়েছেন, যে একটি মৃদ্যু হার্ট অ্যাটাক হয়েছে সৌরভের। তবে এখন কিছুটা ভালো আছেন ও কথা বলছেন সৌরভ। তবে খুব তাড়াতাড়ি অ্যাঞ্জিওগ্রাফি হবে সৌরভের, একই সঙ্গে অ্যাঞ্জিওপ্ল্যাস্টিও করতে হতে পারে তাঁর।

 ইতিমধ্যেই তিন জন কার্ডিওলজিস্ট দেখছেন সৌরভকে। শুক্রবার রাতেই কিছুটা অসুস্থ বোধ করছিলেন সৌরভ। ব্যথা হয়েছিল বাঁ-হাতে। সকালে ব্ল্যাক আউট হয়েছিল আচমকা। একই সঙ্গে বুকে কিছুটা অসুবিধা হচ্ছিল সৌরভের। জিম করার সময় ব্ল্যাক আউট হয়ে সৌরভের। সঙ্গে ছিল বুকে ব্যাথা। ফলে কোনও ঝুঁকি না নিয়ে সঙ্গে সঙ্গে উডল্যান্ডসে ভর্তি করা হয়েছে। আগে থেকেই হার্টের একটি সমস্যা ছিল সৌরভের, এমনটাই অনুমান চিকিৎসকদের। ফলে সেই সমস্যা আজই দেখা দিয়েছে বলে প্রাথমিক অনুমান চিকিৎসকদের।

এই মুহূর্তে হাসপাতালে সৌরভকে দেখার জন্য তৈরি করা হয়েছে মেডিক্যাল বোর্ড। পাঁচ ডাক্তার ও কার্ডিওলজিস্টের মেডিক্যাল বোর্ড বসানো হয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবস্থা এখন ভালো বলেই জানানো হয়েছে হাসপাতালের তরফে। একই সঙ্গে সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেছেন, সৌরভ এখন কিছুটা সুস্থ আছেন। তাঁর হার্টের সমস্যা অনুমান করা হচ্ছে। বাকিটা ডাক্তাররা দেখে জবাব দেবেন।

এখনও পর্যন্ত ইসিজি, চেস্ট এক্স-রে, সহ সিটি ল্ক্যান ও ইকো কার্ডিওগ্রাফি করা হয়েছে সৌরভের। এই রিপোর্ট দেখেই সিদ্ধান্ত হবে যে অ্যাঞ্জিওগ্রাফিও করা হবে কী না বোর্ড প্রেসিডেন্টের। তবে ব্লকেজ আছে বলেই অনুমান করছেন চিকিৎসকরা। বিসিসিআই সভাপতিকে স্টোন্ট বসানো হতে পারে। তবে পুরোটাই এখন অ্যাঞ্জিওগ্রফির ওপর নির্ভর করছে। হাসপাতালে রয়েছেন তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়, মেয়ে সহ ভাই স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও।

Advertisement

Advertisement