scorecardresearch
 

Sourav Ganguly Biopic: সৌরভের বায়োপিকে ডোনার চরিত্রে কাকে পছন্দ সানার? নাম জানালেন মহারাজ

সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বায়োপিকের কাজ শুরু হয়ে গিয়েছে। আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana) অভিনয় করতে চলেছেন সৌরভের চরিত্রে। ডোনা গঙ্গোপাধ্যায়ের (Dona Ganguly) চরিত্রে কে? তা নিয়েই ছিল জল্পনা। সৌরভ এবার এ ব্যাপারেই মুখ খুললেন। টি২০ বিশ্বকাপের (ICC T20 World Cup 2024) জন্য, আমেরিকা উড়ে যাওয়ার আগে কলকাতায় এক অনুষ্ঠানে সৌরভ স্পষ্ট জানিয়ে দিলেন, মেয়ে সানার পছন্দ 'অ্যানিমেল' খ্যাত তৃপ্তি তৃপ্তি দিমরি। তবে কোনও কিছুই চূড়ান্ত হয়নি। সৌরভের মতো সানাও জানিয়েছেন তাঁর পছন্দের কথা। 

Advertisement
সৌরভ, সানা ও ডোনা সৌরভ, সানা ও ডোনা

সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বায়োপিকের কাজ শুরু হয়ে গিয়েছে। আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana) অভিনয় করতে চলেছেন সৌরভের চরিত্রে। ডোনা গঙ্গোপাধ্যায়ের (Dona Ganguly) চরিত্রে কে? তা নিয়েই ছিল জল্পনা। সৌরভ এবার এ ব্যাপারেই মুখ খুললেন। টি২০ বিশ্বকাপের (ICC T20 World Cup 2024) জন্য, আমেরিকা উড়ে যাওয়ার আগে কলকাতায় এক অনুষ্ঠানে সৌরভ স্পষ্ট জানিয়ে দিলেন, মেয়ে সানার পছন্দ 'অ্যানিমেল' খ্যাত তৃপ্তি তৃপ্তি দিমরি। তবে কোনও কিছুই চূড়ান্ত হয়নি। সৌরভের মতো সানাও জানিয়েছেন তাঁর পছন্দের কথা। 

ইতিমধ্যেই বলিউডে বিরাট সাড়া ফেলে দিয়েছেন তৃপ্তি। একের পর এক হিট ছবি করে ফেলেছেন তিনি। শুধু বড় পর্দার ছবি নয়, ওয়েব সিরিজেও দারুণ কিছু কাজ করেছেন তিনি। তবে অ্যানিমেল তাঁকে আরও বেশি জনপ্রিয়তা এনে দিয়েছে। ফলে তৃপ্তি ডোনার ভূমিকায় অভিনয় করলে বেশ জমে যাবে বলেই মনে করা হচ্ছে। তবে সামনে তাঁর বেশকিছু কাজ রয়েছে। ফলে তিনি এই সময়ে সৌরভের বায়োপিকে কাজ করার জন্য সময় দিতে পারবেন কিনা তা এখনই বলা যাচ্ছে না। কার্তিক-তৃপ্তি জুটির প্রথম ছবি ভুল ভুলাইয়া 3 চলতি বছরের দীপাবলিতে মুক্তি পেতে চলেছে, যা পরিচালনা করেছেন আনিস বাজমি।

তৃপ্তি দিমরি
তৃপ্তি দিমরি

তবে কবে থেকে সৌরভের বায়োপিকের কাজ শুরু হচ্ছে তা এখনই জানা যাচ্ছে না। বাঙালির কাছে সৌরভ গঙ্গোপাধ্যায় শুধু কোনও ক্রিকেট তারকা নয়, সৌরভ একটা আবেগের নাম। ভারতীয় ক্রিকেটের অন্যতম উজ্জ্বল নক্ষত্র, শুধু ২২ গজে নয়, মাঠের বাইরেও হিট দাদাগিরি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই বর্ণময় জীবনই উঠে আসবে বড়পর্দায়। লাভ রঞ্জন ফিল্মসের আওতায় তৈরি হবে দাদার বায়োপিক। 

আরও পড়ুন

শুরুতে রণবীর কাপুরের নাম শোনা গিয়েছিল সৌরভের চরিত্রে। পরে জানা যায় রণবীরের সময় না থাকায় তাঁকে বাদ দিয়ে এগিয়ে যান আয়ুষ্মান। সৌরভের মতোই বাঁ হাতে ব্যাট করেন আয়ুষ্মান, এটাই তাঁর পক্ষে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। বিক্রম আদিত্য মোটওয়ানি বলিউডের অন্যতম চর্চিত পরিচালক। তাঁর নেতৃত্বে সৌরভের বায়োপিক হিট হবে বলেই আশা সৌরভ ফ্যানদের।         

Advertisement

Advertisement