scorecardresearch
 

Sourav Ganguly On East Bengal Team: 'শীর্ষকর্তাকে দূরে রাখুন,' ইস্টবেঙ্গল কোচকে আর কী পরামর্শ সৌরভের?

ইস্টবেঙ্গল (East Bengal) এবার অনেকটাই শক্তিশালি দল গড়েছে। ডুরান্ড কাপের (Durand Cup 2024) প্রথম ম্যাচেও জয়ও পেয়েছে কার্লেস কুয়াদ্রাতের (Carles Cuadrat)  দল। লাল-হলুদ যে এই মরসুমে লড়াইয়ে ফিরতে চলেছে সে আঁচ পেয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly)। ইস্টবেঙ্গলের ১০৫তম প্রতিষ্ঠা দিবসে এসে ভারতগৌরব সম্মান নিয়ে সৌরভ বিশেষ পরামর্শ দিয়ে গেলেন ইস্টবেঙ্গল হেডকোচ কার্লেস কুয়াদ্রাতকে। ইস্টবেঙ্গল দলের ধারে কাছে ঘেষতে দেওয়া উচিত নয় শীর্ষকর্তা দেবব্রত সরকারকে (নিতু)। এমনটাই মনে করেন সৌরভ। যদিও গোটাটাই মজার ছলে বলেছেন তিনি।

Advertisement
ইস্টবেঙ্গলের অনুষ্ঠানে ভারত গৌরব সৌরভ ইস্টবেঙ্গলের অনুষ্ঠানে ভারত গৌরব সৌরভ

ইস্টবেঙ্গল (East Bengal) এবার অনেকটাই শক্তিশালি দল গড়েছে। ডুরান্ড কাপের (Durand Cup 2024) প্রথম ম্যাচেও জয়ও পেয়েছে কার্লেস কুয়াদ্রাতের (Carles Cuadrat)  দল। লাল-হলুদ যে এই মরসুমে লড়াইয়ে ফিরতে চলেছে সে আঁচ পেয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly)। ইস্টবেঙ্গলের ১০৫তম প্রতিষ্ঠা দিবসে এসে ভারতগৌরব সম্মান নিয়ে সৌরভ বিশেষ পরামর্শ দিয়ে গেলেন ইস্টবেঙ্গল হেডকোচ কার্লেস কুয়াদ্রাতকে। ইস্টবেঙ্গল দলের ধারে কাছে ঘেষতে দেওয়া উচিত নয় শীর্ষকর্তা দেবব্রত সরকারকে (নিতু)। এমনটাই মনে করেন সৌরভ। যদিও গোটাটাই মজার ছলে বলেছেন তিনি।

কেন এমন কথা বললেন সৌরভ?
সৌরভের সঙ্গে দেবব্রত সরকারের খুনশুটি চলছে বেশ কয়েকদিন ধরেই। আর বৃহস্পতিবার অনুষ্ঠানে এসে মহারাজ বলেন, 'এবারে ইস্টবেঙ্গলের দল যথেষ্ট ভাল হয়েছে। আমি কখনও কার্লেসের খেলা দেখিনি, কোচিংও দেখিনি। আমি হাবাস নিয়ে মজে থাকতাম আমার দল ছিল মোহনবাগান।  কার্লেসের দলকে শুভেচ্ছা। ওর অনেক দায়িত্ব রয়েছে। যেটা ভাল।'

পাশাপাশি তিনি আরও বলেন, 'আমি অনুরোধ করব নিতু দাকে কোচ আর দলের থেকে দুরে থাকবেন। ওদের খেলতে দিন। কারণ নিতু দা ইস্টবেঙ্গল ক্লাব ছাড়া কিছু জানে না। তিন বছর ধরে আমি এই অনুষ্ঠানে আসতে পারিনি। যখনই বলতাম নিতু দা কে যে আমি আসতে পারব না, আমি বাইরে। বলত, তুমি ইস্টবেঙ্গলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছ। আমি বলতাম যাহ বাবা! অনুষ্ঠানে না এলে ইস্টবেঙ্গলের সঙ্গে বিশ্বাসঘাতকতা? এটাই ওনার প্যাশন এই ক্লাবের প্রতি। তাই বলছি, প্লেয়ার আর কোচদের থেকে দূরে থাকুন। ওদের খেলতে দিন।' ইস্টবেঙ্গল সমর্থকদের ভালবাসা জানান সৌরভ।

আরও পড়ুন

সৌরভ গঙ্গোপাধ্যায়
সৌরভ গঙ্গোপাধ্যায়

এদিনই ইস্টবেঙ্গল-মোহনবাগানের পাশাপাশি মহমেডান স্পোর্টিং-ও আইএসএল-এ খেলার জন্য ইনভেস্টর পেয়ে গিয়েছে। এবারে তাদের ইনভেস্টের 'শ্রাচী' গ্রুপ। ৩০.৫ শতাংশ শেয়ার নিয়ে দু'বছরে ৩৫ কোটি টাকা দেওয়ার জন্য মহমেডানের সঙ্গে 'মউ' স্বাক্ষর করেছেন শ্রাচী স্পোর্টসের (Shrachi Group) কর্ণধার রাহুল টোডি (Rahul Todi)। এদিন নিজেদের তাঁবুতে এই 'মউ' স্বাক্ষরিত হওয়ার পর মহমেডান সভাপতি আমিরুদ্দিন ববি বলেন, 'অবশ্যই আমাদের জন্য ভাল খবর। এবার আইএসএল খেলতে আর কোনও অসুবিধা রইল না।' তবে এই মৌ চুক্তির ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। 

Advertisement

          

Advertisement