পরের ফ্লাইটেই অস্ট্রেলিয়া (India vs Australia) পাঠিয়ে দেওয়া উচিত মহম্মদ শামিকে (Mohammed Shami)। এমনটাই মনে করেন বিসিসিআই-এর (BCCI) প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। রঞ্জি ট্রফির (Ranji Trophy) ম্যাচে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বিরুদ্ধে দারুণ ছন্দে ছিলেন এই জোরে বোলার। ২০২৩ বিশ্বকাপের পর আর খেলতে পারেননি। চোটের জন্য কেটে গিয়েছে প্রায় একটা গোটা বছর। তারপর ফের ফেরত এসেছেন স্বমহিমায়। তবে তিনি এতদিন ফিট না থাকায় অস্ট্রেলিয়া সফরে তাঁর জায়গা হয়নি।
শামির অবশ্যই যাওয়া উচিত
বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, শামির অস্ট্রেলিয়া যাওয়া উচিত। সৌরভ বলেন, 'পরের বিমানেই শামিকে অস্ট্রেলিয়া (Australia) পাঠানো হোক। ওকে মুস্তাক আলি খেলে আসতে হবে না। পারথে খেলার সুযোগ না পেলেও দলের সঙ্গে থাকুক নেটে বল করুক। আর তৈরি হতে থাকুক।' জসপ্রীত বুমরার সঙ্গে মহম্মদ সিরাজের জুটি ফাস্ট বোলিং-এর ভরসা। এর সঙ্গে শামি জুড়ে গেলে সেই আক্রমণ যে আরও ধারাল হবে তা বলার অপেক্ষা রাখে না। এমনটাই মনে করেন সৌরভ।
অস্ট্রেলিয়ায় দারুণ রেকর্ড শামির
মহারাজ বলেন, 'জসপ্রীত বুমরার সঙ্গে শামি আর মহম্মদ সিরাজের জুটি ফাস্ট বোলিংকে আরও ধারাল করবে। শামি না থাকলে কিছুটা হলেও ক্ষতি হবে। তবে ফাস্ট বোলারদের এমন হয়। চোট লাগে আর এ নিয়ে কিছু বলার নেই। যত তাড়াতাড়ি সম্ভব ওকে অস্ট্রেলিয়া পাঠানো হোক।' বাংলার হয়ে শামি ২ ইনিংস জুড়ে ৭ উইকেট নিয়েছেন এবং ৩৬ বলে একটি গুরুত্বপূর্ণ ৩৭ রানের ইনিংস খেলেছেন। শিগগিরই এই পেসারকে অস্ট্রেলিয়ায় পাঠানো হতে পারে বলে জানা গিয়েছে। অস্ট্রেলিয়ায় শামির দারুণ রেকর্ড রয়েছে কারণ তিনি ৮ ম্যাচে ৩১ উইকেট নিয়েছেন। শামির গড় ৩২.১৬।
পারথ টেস্ট সম্পর্কে কথা বলতে গিয়ে, সৌরভ বলেন, 'তিনি বলেন প্রসিধ কৃষ্ণ তার উচ্চতার জন্য আকাশ দীপের আগে সুযোগ পাবে।'