scorecardresearch
 

Sourav Ganguly Team India: T20 বিশ্বকাপে ক্যাপ্টেন কে? রোহিতকেই এগিয়ে রাখছেন সৌরভ

আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে টি২০ ও ওয়ান ডে সিরিজ থেকে নিজেদের সরিয়ে রেখেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। তাঁদের না থাকা সংশয় তৈরি করেছে ক্রিকেটপ্রেমীদের মনে। অনেকেই মনে করছেন, সীমিত ওভারের ক্রিকেট থেকে অবসর নিয়ে নিতে পারেন দুই তারকা। যদিও সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করেন টি২০ বিশ্বকাপে দুই তারকাকেই দেখা যাবে। পাশাপাশি এই 'বিশ্রাম' নেওয়াকেও সমর্থন করেছেন তিনি।

Advertisement
সৌরভ গঙ্গোপাধ্যায় ও রোহিত শর্মা সৌরভ গঙ্গোপাধ্যায় ও রোহিত শর্মা

আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে টি২০ ও ওয়ান ডে সিরিজ থেকে নিজেদের সরিয়ে রেখেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। তাঁদের না থাকা সংশয় তৈরি করেছে ক্রিকেটপ্রেমীদের মনে। অনেকেই মনে করছেন, সীমিত ওভারের ক্রিকেট থেকে অবসর নিয়ে নিতে পারেন দুই তারকা। যদিও সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করেন টি২০ বিশ্বকাপে দুই তারকাকেই দেখা যাবে। পাশাপাশি এই 'বিশ্রাম' নেওয়াকেও সমর্থন করেছেন তিনি।

শুক্রবার শহরে এক অনুষ্ঠানে এসে সৌরভ বলেন, 'বিশ্বকাপ খেলার পর এই বিশ্রামটা ওদের জন্য খুব দরকার ছিল। ওরা টি২০ বিশ্বকাপে খেলবে। আমি এটা এক মাস আগে বলেছিলাম। আপনারা দেখেছেন কীভাবে ওরা গোটা বিশ্বকাপে শাসন করেছে। মাথায় রাখতে হবে, দ্বিপাক্ষিক সিরিজ আর বিশ্বকাপ একেবারে আলাদা। কারণ চাপটা একেবারে আলাদা। আমার মনে হয় দুই জনেই এবারের বিশ্বকাপে দারুণ ছন্দে ছিল। ওরা টিম ইন্ডিয়ার অবিছেদ্য অংশ। আশা করি, পাঁচ-ছয় মাস পরে ওয়েস্ট ইন্ডিজে টি২০ বিশ্বকাপে ওদের সেই ছন্দেই দেখতে পাব।'

এই বিশ্রাম নেওয়া নিয়ে সৌরভ বলেন, 'ওরা একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এখন প্রচুর ক্রিকেট খেলতে হয়। আমাদের সময় এটা ভাবাই যেত না। বিশ্বকাপ ফাইনাল খেলার তিন দিনের মধ্যে একই দলের বিরুদ্ধে টি২০ সিরিজ খেলতে নামবে কোনও দল। এটা একেবারেই সহজ নয়, এই জায়গা থেকে নিজেদের সেরাটা দেওয়া। বিশেষ করে যে চাপ থাকে বিশ্বকাপে। তাই ওরা ঠিক করেছে। টেস্টে তরতাজা হয়ে ফেরত আসবে। এরপরেও পরপর ক্রিকেট রয়েছে। আশা করব ওরা এভাবেই পারফর্ম করে যাবে।' 

আরও পড়ুন

একই সফরে তিন ফরম্যাটে তিন ক্যাপ্টেন নিয়েও মুখ খুলেছেন সৌরভ। বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট বলেন, 'আসলে কিছু করার নেই, সবাই এই সিরিজে খেলতে পারছে না। তাই টি২০-তে সূর্যকুমারকে ক্যাপ্টেন করা হয়েছে আর একদিনের ক্রিকেটে সূর্য ভাল ছন্দে নেই. কেএল রাহুলকে দায়িত্ব দিতে হয়েছে ODI-তে। টেস্টে ক্যাপ্টেন্সি করছে রোহিতই। আমার মনে হয়, রোহিত তিন ফরম্যাটে ফিরে এলে, ওই ক্যাপ্টেন্সি করবে।'

Advertisement

সৌরভের আশা, টি২০ বিশ্বকাপ অবধি ক্যাপ্টেন থাকবেন রোহিতই। তিনি বলেন, 'এবারের বিশ্বকাপে দারুণ ছন্দে ছিল রোহিত। ও লিডার। আশা করব রোহিত টি২০ বিশ্বকাপ অবধি ক্যাপ্টেন থাকবে।'     

Advertisement