পুজো শুরু হতে মাত্র কয়েকদিন বাকি। পুজোর পাঁচদিন কলকাতায় থাকতে কে না চায়। তবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ((Sourav Ganguly)) ক্ষেত্রে সবসময় সেটা হয়ে ওঠে না। তবে এবার কলকাতাতেই থাকছেন সৌরভ। স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly) যদিও অষ্টমী অবধি লন্ডনে থাকবেন অনুষ্ঠানের জন্য। কলকাতায় থাকলেও এবার একটু অন্যভাবে পুজো কাটাবেন মহারাজ। দুর্গাপুজো শুরুর ঠিক আগে মানবিক সৌরভকে ফের একবার দেখতে পাবে বাংলা। দক্ষিণ গোবিন্দপুরের যুগীপাড়া রোডে একটি অনাথ আশ্রমের শিশুরা একটি পুজো আয়োজন করে। আপনজন পুজো কমিটির সেই পুজোয় দেখা যাবে তাঁকে। সঙ্গে থাকবেন তাঁর কন্যা সানাও। বেশ কয়েক ঘণ্টা কাটাবেন সেই পুজোর আসরে।
পাশাপাশি তাঁর পাড়ার পুজোতেও থাকবেন তিনি। বড়িশা প্লেয়ার্স কর্নারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ২ অক্টোবর মহালয়ার দিন সৌরভ নিজেই এই পুজোর উদ্বোধন করবেন। তবে আরজি কর কান্ডের পর রাজ্যের পরিস্থিতির কথা মাথায় রেখে এবারের অনুষ্ঠানে কোনও জাঁকজমক থাকবে না বলে জানিয়ে দিয়েছেন পুজো উদ্যোক্তারা। পাশাপাশি প্রতি বছরের মত এই বছরেও পুজোয় নতুন জামা-কাপড় তুলে দেওয়া হবে অনাথ আশ্রমের ছেলে মেয়েদের হাতে।
ইতিমধ্যেই মেদিনীপুর থেকে ২০-২৫ কিলোমিটার দূরে ঝাড়গ্রামে বন্যায় বিপর্যস্ত গ্রামে পৌঁছে গিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ফাউন্ডেশনের সদস্যরা। নদীর ধারে প্রায় ৩০-৩৫টি বাড়ি সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে। আরও বেশ কয়েকটি বাড়ির অবস্থাও শোচনীয়। তাই তাদের প্রয়োজনীয় সাহায্য তুলে দেওয়া হচ্ছে। বন্যাদুর্গত মানুষদের জন্য ত্রিপল, শুকনো খাবার, ওষুধ সহ রেশন সামগ্রী পাঠিয়েছেন সৌরভ। সোমবার সকাল ১১টার মধ্যেই তাঁরা পৌঁছে জসাবেন দুর্গত এই এলাকায়। এরপর গোটা গ্রাম ঘুরে ঘুরে দুর্গতদের হাতে প্রয়োজনীয় ত্রান তুলে দেবেন তাঁরা।
সবমিলিয়ে এবারের পুজোয় অন্য মেজাজে পাওয়া যাবে দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতিকে।