সে এক সময় ছিল। কোনও বোলারের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় যদি একবার স্টেপ আউট করতেন, তাহলে সেই বলটা অবধারিতভাবে বাউন্ডারির বাইরে যেত। বাঙালি ক্রিকেট সমর্থকেরা সেই শটকেই ভালোবেসে নাম রেখেছিলেন 'বাপি বাড়ি যা'। আরও একবার কি তেমনই এক শটে উচ্ছ্বসিত হয়ে উঠবে আসমুদ্রহিমাচল? আজ আমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে জয় শাহ একাদশের বিরুদ্ধে খেলতে নামছে সৌরভ গঙ্গোপাধ্যায় একাদশ।
আগামী ২৫ ডিসেম্বর আয়োজিত হতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা। তার আগে এই ম্যাচ আয়োজন করা হল। আইপিএল টুর্নামেন্টের প্রাক্তন চেয়ারম্যান রাজীব শুক্লা এই ম্যাচে রেফারিং করবেন। সূত্রের খবর, ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচিত সদস্যেরা এই ম্যাচে অংশগ্রহণ করবেন। তাঁরা এই সভার জন্য ইতিমধ্যেই আমেদাবাদ পৌঁছে গেছেন। সেকারণে তাঁরাও এই টেনিস বল ম্যাচে অংশগ্রহণ করবেন।
Look at number of fielders on the off side still he managed to hit the boundary and yes I loved @wasimakramlive reaction at the end.@SGanguly99 #HappyBirthdayDada #vintage #GoodOldDays #indvspak @hunmid12 @Samuelclicks pic.twitter.com/5bguS4uW3Y
— Ultra Magnus (@NewDawn8) July 9, 2020
মোতেরায় বিশ্বের সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়াম বানানো হয়েছে। এই স্টেডিয়ামে কমপক্ষে এক লাখ ১৪ হাজার দর্শক একসঙ্গে বসে খেলা উপভোগ করতে পারবেন। তবে এই স্টেডিয়ামে এখনও পর্যন্ত কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়নি। আগামী ফেব্রুয়ারি মাসে ভারত সফরে আসছে ইংল্যান্ড। তখনই এই স্টেডিয়ামের উদ্বোধন করা হবে।
Witness the greatest transformation in the way India teaches#AapkiCoachingAapkiApp pic.twitter.com/q2eCKmCRDy
— Sourav Ganguly (@SGanguly99) December 13, 2020
ভারতীয় ক্রিকেট বোর্ডের ৮৯তম বার্ষিক সাধারণ সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। তারমধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল, আসন্ন ভারত-ইংল্যান্ড সিরিজ়ের প্রস্তুতি, ঘরোয়া ক্রিকেট পুনরায় শুরু করা এবং আইপিএল টুর্নামেন্টে দুটো নতুন দলের সংযোজন।
আগামী আইপিএল টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেট বোর্ডে আপ্রাণভাবে চাইছে যে ২০২১ মরশুমে আরও দুটো নতুন দলের সংযোজন করা হোক। এটা বেশ স্পষ্ট। আপাতত আটটি দল নিয়ে এই টুর্নামেন্ট খেলা হয়।
সূত্রের খবর মোতাবেক এই বৈঠকে উত্তরাখণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের মহিম বর্মা, অসম ক্রিকেট অ্যাসোসিয়েশনের দেবজিৎ শইকিয়া, বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে প্রণব আমিন এবং হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে প্রতিনিধি উপস্থিত থাকবেন। এই বার্ষিক সভায় ভারতীয় ক্রিকেট নির্বাচনী বোর্ডের মোট ২৮জন সদস্য উপস্থিত থাকবেন।