টেস্টের পর এবার একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথম ম্যাচেই হার ভারতের। নতুন অধিনায়ক কেএল রাহুলও (KL Rahul) ফেরাতে পারলেন না ভারতের ভাগ্য। তিন ম্যাচের সিরিজে ভারত হারল রানে। শুরুতেই টসে হারেন রাহুল। ভারতকে প্রথমে বল করতে পাথায় দক্ষিণ আফ্রিকা। ধীরে শুরু করলেও অধিনায়ক টেম্বা বাভুমা ও ভ্যান ডের ডুসেনের সৌজন্যে ২৯৬ রান তোলে দক্ষিণ আফ্রিকা। ১৪৩ বলে ১১০ করেন বাভুমা। মাত্র ৯৬ বলে ১২৯ রান করে অপরাজিত থাকেন ভ্যান ডুসেন(Van Der Dussen)। প্রথম একদিনের ম্যাচে ভারতের হারের পাঁচ কারণ
মিডল অর্ডারের ব্যর্থতা
ভারতের মিডল অর্ডারের ব্যাটাররা ফের ব্যর্থ হওয়ায় ম্যাচ হাতের বাইরে চলে যায়। অন্যদিকে বাভুমা ও ভ্যান ডুসেন ১২৯ রান করেন। সেখানে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট (Virat Kohli) ৫১ রান করে আউট হন। আর ওপেনার ধাওয়ান ৭৯ রান করে আউট হন। এরপর প্রত্যেকের আসা যাওয়ার পালা চলতে থাকে। ১৬ রান করে ফেরেন ঋষভ পন্ত, ১৭ রান করে আউট হন শ্রেয়স আইয়ার, মাত্র দুই রান করেন অভিষেক করা ভেঙ্কটেশ আইয়ার। অশ্বিন আউট হন সাত রানে।
আরও পড়ুন: সচিনের রেকর্ড ভেঙেও সেঞ্চুরি অধরাই থাকল বিরাটের
মাঝের ওভারে উইকেট তুলতে না পারা
প্রথম দিকে দুটি উইকেট পেলেও মাঝের ওভারে বিরাট পার্টনারশিপ গড়ে তোলেন বাভুমা ও ভ্যান ডুসেন। এই জুটি শেষদিকে ভাঙলেও কাজের কাজ ততক্ষণে হয়ে গিয়েছিল। এরপর স্লো উইকেটে রানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে ভারতের ক্ষেত্রে বিরাট ও ধাওয়ানের পার্টনারশিপ গড়ে উঠলেও তার পরে আর কেউ জুটি গড়ে তুলতে পারেননি।
ব্যর্থ ভুবনেশ্বর
অনেকদিন ধরেই সাদা বলের ক্রিকেটে খুব ভাল ছন্দে নেই ভুবনেশ্বর কুমার। উইকেট পাননি তিনি। ১০ ওভারে ৬৪ রান দিয়েছেন। বুমরা ভাল বল করলেও কোনও সঙ্গী পাননি।
ব্যর্থ চাহাল
বোলিংয়ের ক্ষেত্রে ভারত অনেকটাই নির্ভর করে চাহালের উপর। তিনি একটিও উইকেট পাননি। তবে ১০ ওভারে ৫৩ রান দিয়েছেন। উইকেট পাননি শার্দূল ঠাকুরও।
দক্ষিণ আফ্রিকার অসাধারণ বোলিং
দুটি করে উইকেট পেয়েছেন লুঙ্গি এনগিরি, শামজি ও অ্যান্ডেল ফেলুকাও। শিখর ধাওয়ানকে আউট করেন কেশব মাহারাজ। এরাই ভারতের মিডল অর্ডারে ধস নামান। মাকরামও পান একটি উইকেট।