সন্তানের বাবা হলেন সুনীল ছেত্রী। স্ত্রী সোনম পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। বেঙ্গালুরুর নার্সিংহোমে মা ও পুত্র দুজনেই সুস্থ আছেন। বুধবার সকাল ১১টার সময় পুত্র সন্তান জন্ম হয় সোনম ছেত্রীর। যদিও ছেলের কী নাম রাখা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।
এশিয়ান গেমসে খেলতে যাওয়ার আগে ভারতীয় দল কিংস কাপে খেলবে। যদিও সন্তানের জন্মের জন্য কিংস কাপের দলে নেই সুনীল। আগেই কোচ ইগর স্টিম্যাচের কাছে ছুটি চেয়ে নিয়েছিলেন সুনীল। মঙ্গলবার দল ঘোষণা করার সময়ও দেখা গেল সেটাই হল। সুনীলকে বাদ রেখেই দল ঘোষণা করলেন স্টিম্যাচ। কারণ, সুনীল বাবা হতে চলেছেন। সেই কারণেই তাঁকে কিংস কাপে খেলতে নিয়ে যাওয়া হচ্ছে না। ২০০৫ সাল থেকে জাতীয় দলে খেলছেন সুনীল। দেশের জার্সিতে সর্বাধিক ম্যাচ খেলার নজির গড়েছেন। বর্তমানে যতজন সক্রিয়া ফুটবলার রয়েছেন, তাঁদের মধ্যে তৃতীয় সর্বাধিক গোলের মালিক সুনীল। আগে রয়েছেন রোনাল্ডো ও মেসি।
এর আগে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন সোনম। উদ্বেগ ছড়িয়ে পড়েছিল, গোটা দেশের সমর্থকদের মধ্যে। তবে সেখান থেকে সুস্থ হয়েই পুত্র সন্তানের জন্ম দিলেন সোনম। কয়েক মাস আগেই সুনীল ছেত্রীর একমাত্র গোলে ভানুয়াতুকে পরাস্ত করে ইন্টার কন্টিনেন্টাল কাপের ফাইনালে প্রবেশ করেছিল ভারত। পরে কাপও জেতে ভারত। কলিঙ্গ স্টেডিয়ামে শেষ মুহূর্তে জ্বলে উঠেছিলেন কেরিয়ারের শেষ লগ্নে দাঁড়িয়ে থাকা সুনীল। আর গোল করার পরেই সুখবর দিয়েছিলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক।
ম্যাচের পর এই খবর জানিয়েছিলেন ভারতীয় দলের ক্যাপ্টেন। এই টুর্নামেন্টের আগে কলকাতায় এসেছিলেন সুনীল। সেই সময় তাঁকে দেখা গিয়েছিল, গলফগ্রিন অঞ্চলে স্ত্রীর সঙ্গে দাঁড়িয়ে ফুচকা খেতে। শ্বশুর বাড়ির পাড়ায় শাশুড়ি ও স্ত্রীকে নিয়ে ফুচকা খেতে গিয়েছিলেন সুনীল, সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে গিয়েছিল। আর এবার সুনীলের বাবা হওয়ার খবরও ভাইরাল হয়ে গিয়েছে। শুভেচ্ছা জানাচ্ছেন গোটা দেশের ফুটবলপ্রেমীরা।