আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। তাঁর খেলা ছাড়ার পর আর কোনও ম্যাচে জয় পায়নি ভারতীয় ফুটবলা দল। বুধবার কলকাতায় মহমেডান স্পোর্টিং-কে হারিয়ে ফের দলকে আইএসএল-এর শীর্ষে পৌঁছে দিয়েছেন সুনীল ছেত্রী। পিছিয়ে থাকা ম্যাচে দুই গোল তাঁর। ম্যাচ শেষে তারকা স্ট্রাইকার জানিয়ে গেলেন, গোল করার খিদে আজীবন থাকবে। জোড়া গোলে সুনীল ছেত্রী পরিবর্ত হিসেবে নেমে নায়ক । যার সামনে মহমেডানের পুরো নব্বই মিনিট অসাধারণ মরিয়া ফুটবল এবং গোলরক্ষক ভাস্কর রায়ের অনবদ্য গোলরক্ষা ফিকে, ব্যর্থ ।
কী বললেন বেঙ্গালুরু জয়ের নায়ক?
ম্যাচ শেষে বাংলায় জামাই সাংবাদিকদের স্পষ্ট জানিয়ে দলেন, 'যতদিন বেঁচে থাকব, গোল করার খিদে থাকবে। আসলে এটা আমার মধ্যে ঢুকে গিয়েছে। এমনটা নয়, যে আমি সবসময় গোল পাই। তবে ম্যাচে নামার আগে সবসময় ভাবি, গোল করতে হবে। একেবারে প্রথম দিন থেকে আজও একইভাবে ভাবি।' মহমেডানের খেলার প্রশংসাও শোনা গিয়েছে ভারতের প্রাক্তন ক্যাপ্টেনের গলায়। তিনি বলেন, 'এই ম্যাচের আগে আমরা মহমেডানকে নিয়ে অনেক পরিকল্পনা করেছিলাম আমরা। তবে প্রথমার্ধে দারুণ খেলেছে। সেখান থেকে ফেরা খুব সহজ ছিল না। তবে ক্রস, কর্নার সব মিলিয়ে প্রচুর চাপ দিয়েছি।'
বয়স হয়েছে তা মানছেন। তবে এখনই পরিসংখ্যান নিয়ে মাথা ঘামাতে নারাজ ক্ষুদার্ধ সুনীল। আইএসএল-এর সব দলের বিরুদ্ধে গোল করা হয়ে গেল তাঁর। তবুও এই পরিসংখ্যান পাত্তা দিতে নারাজ সুনীল। বলেন, 'আমি বুড়ো হচ্ছি। তবে এসব ব্যাপারে খেলা পুরোপুরি ছাড়ার পর তুমি আর মিলে বসে আলোচনা করব।' তবে এখন আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়া নিয়ে আফসোস হয় কিনা তা জানতে চাইলে কিছুটা অস্বস্তিতে পড়ে যান সুনীল। বলেন, 'এটা খুব কঠিন প্রশ্ন। তবে আমি খুশি।'
ঘরের মাঠে জয়ের আশায় বুক বেঁধেছিল মহমেডান । মোহনবাগান সুপার জায়ান্টকে নির্ভরতা দেওয়ার যে সম্ভাবনা মহমেডান স্পোর্টিং তৈরি করেছিল তা রক্ষা হল না । বুধবার কিশোরভারতী স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসি ২-১ গোলে আন্দ্রে চের্নিশভের ছেলেদের থামিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের ফের এক নম্বরে তুলে নিয়ে আসল । ৮ ম্যাচে তাদের ঝুলিতে এখন ২০ পয়েন্ট । অন্যদিকে ফের জয়ের রাস্তায় ফিরতে মহমেডান স্পোর্টিং নিজেদের নিঙড়ে দিয়েছিল । কিন্তু ছোট ভুলে তাদের সেই মরিয়া লড়াই ব্যর্থ। তবে এখনই লিগ শীর্ষে টিকে থাকার চাপ নিয়ে ভাবছেন না সুনীলরা।