scorecardresearch
 

Sunil Chhetri: ডেঙ্গিতে আক্রান্ত সুনীলের অন্তঃসত্ত্বা স্ত্রী সোনম, ভর্তি হাসপাতালে

ডেঙ্গিতে আক্রান্ত সুনীল ছেত্রীর (Sunil Chhetri) স্ত্রী সোনম। সোমবার হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। অন্ত:সত্ত্বা সোনমের শারীরিক অবস্থা এখন কিছুটা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। এই মাসেই সন্তানের জন্ম দেবেন তিনি। বর্ষা শুরু হতে গোটা দেশেই বেড়ে গিয়েছে ডেঙ্গির (Dengue) সংক্রমণ।

Advertisement
সুনীল ছেত্রী ও সোনম সুনীল ছেত্রী ও সোনম

ডেঙ্গিতে আক্রান্ত সুনীল ছেত্রীর (Sunil Chhetri) স্ত্রী সোনম। সোমবার হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। অন্ত:সত্ত্বা সোনমের শারীরিক অবস্থা এখন কিছুটা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। এই মাসেই সন্তানের জন্ম দেবেন তিনি। বর্ষা শুরু হতে গোটা দেশেই বেড়ে গিয়েছে ডেঙ্গির (Dengue) সংক্রমণ।


এর মধ্যেই ডেঙ্গি আক্রান্ত হয়ে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হতে হল সোনমকে। শোনা যাচ্ছে, তাঁর শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা অনেকটাই কমে গিয়েছিল। তবে এখন অনেকটাই ভালো রয়েছেন সোনম। ইন্টারকোন্টিনেন্টাল কাপ খেলার সময় ভয়নাতুর বিরুদ্ধে ম্যাচে গোল করে, সুনীল জানিয়েছিলেন, তাঁরা সন্তান হওয়ার খবর প্রত্যাশা করছেন। মোহনবাগান দিবসের দিন কলকাতায় শ্বশুর সুব্রত ভট্টাচার্যের বই 'অচেনা বাবলুর' উদ্বোধনে কলকাতায় এসেছিলেন সুনীল। যদিও সেই অনুষ্ঠানে আসতে পারেননি সোনম।


সন্তানের জন্মের জন্য ইতিমধ্যেই কিংস কাপ থেকে নিজের নাম তুলে নিয়েছেন সুনীল। সেই আবেদন গ্রহণ করেছেন ভারতীয় দলের প্রশিক্ষক ইগর স্টিম্যাচও। তবে এবার ডুরান্ড কাপেও খেলছেন না সুনীল ছেত্রী। গত বারের চ্যাম্পিয়ন বেঙ্গালুরু এফসি এবার সিনিয়র দলের ফুটবলারদের খেলাচ্ছে না। বদলে সুযোগ পেয়েছেন রিজার্ভ দলের সদস্যরা। কয়েকজন অনূর্ধ্ব ১৮ প্লেয়ারও রয়েছেন।

আরও পড়ুন


গত মরশুমে ডুরান্ড চ্যাম্পিয়ন হয়ে দারুণ শুরু করলেও ISL চ্য়াম্পিয়ন হতে পারেনি সুনীলদের ক্লাব। ফাইনালে উঠলেও হারতে হয় মোহনবাগানের কাছে। তাই এবার ISL-কে পাখির চোখ করে দলের সিনিয়র প্লেয়ারদের শুরু থেকেই খেলাচ্ছে না বেঙ্গালুরু। সামনে জাতীয় দলের হয়ে অনেকগুলো বড়় টুর্নামেন্ট রয়েছে সুনীলদের। ফলে ক্লাব ফুটবলের পাশাপাশি জাতীয় দলের হয়ে খেলাটাও তাঁর জন্য গুরুত্বপূর্ণ। ইগর স্টিম্যাচ জানিয়েছেন, তিনি চান সুনীল আরও পাঁচ বছর খেলুন, এরজন্য যেটা করার দরকার সেটা তিনি করবেন। তবে সুনীলের অবসর নিয়ে পরিকল্পনা কী তা জানা যায়নি। তিনি জানিয়েছিলেন, যতদিন তিনি খেলাটাকে উপভোগ করবেন ততদিন তিনি খেলে যেতে চান। 
 
 

Advertisement

Advertisement