scorecardresearch
 

Sunil Chhetri Retirement Match Tickets: কলকাতায় শেষ ম্যাচ খেলবেন সুনীল ছেত্রী, কীভাবে কাটবেন টিকিট?

ভারতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলতে নামছেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। ৬ জুন অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচ কুয়েতের (India vs Kuwait) বিরুদ্ধে। সেই ম্যাচের টিকিটের দাম আগেই প্রকাশ করেছিল আইএফএ। আর বুধবার এই ম্যাচের টিকিট বিক্রি শুরু হল। বুক মাই শো-তে পাওয়া যাচ্ছে এই টিকিট।   

Advertisement
File photo of Sunil Chhetri. (PTI Photo) File photo of Sunil Chhetri. (PTI Photo)

ভারতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলতে নামছেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। ৬ জুন অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচ কুয়েতের (India vs Kuwait) বিরুদ্ধে। সেই ম্যাচের টিকিটের দাম আগেই প্রকাশ করেছিল আইএফএ। আর বুধবার এই ম্যাচের টিকিট বিক্রি শুরু হল। বুক মাই শো-তে পাওয়া যাচ্ছে এই টিকিট।   

কত টাকার টিকিট কাটলে দেখতে পাবেন এই ম্যাচ?
সুনীলের শেষ ম্যাচের টিকিটের দাম বেশ কম। ১০০ টাকাতেই দেখা যাবে এই ঐতিহাসিক ম্যাচ। এছাড়াও রয়েছে ১৫০, ২০০, ২৫০, ৩৫০ টাকার টিকিট। ১০০০ টাকা টিকিটের সর্বোচ্চ দাম। কত টাকার টিকিট কাটলে কোন ব্লকে বসে খেলা দেখা যাবে তাও জানিয়ে দিয়েছে বাংলার ফুটবল নিয়ামক সংস্থা। ১০০ টাকায় পাওয়া যাবে ডানদিকের এ১ ব্লকের টিকিট। ১৫০ টাকার টিকিটে বাঁ দিকের এ১, বি৩ ও ডি৩ ব্লকের টিকিট। ২০০ টাকার টিকিটে বাঁ দিকের সি ১, ডানদিকের এ২, বি২ ব্লকে বসে খেলা দেখতে পাবেন। ২৫০ টাকার টিকিট কাটলে বাঁ দিকের এ২ ও সি৩ ব্লকের টিকিট পাবেন। ৩৫০ টাকার টিকিট কাটলে ম্যাচ দেখতে পাবেন সি২ ব্লকের টিকিট।

আবেগ ঘন বার্তা দিয়ে নিজের অবসর নেওয়ার কথা ঘোষণা করেছিলেন সুনীল। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে ভারতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলার কথা জানান তিনি। কলকাতাতেই শেষ ম্যাচ খেলতে চেয়েছেন সুনীল। ২০০৫ সালের জুন মাসে ভারতের হয়ে অভিষেক করেন সুনীল। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচেই গোল করেন তিনি। ২০০৭ সালে তাঁর গোলে নেহেরু কাপের ফাইনালে সিরিয়াকে পরাজিত করে ভারতীয় দল। তিনি ২০০৯ এবং ২০১২ সালে ভারতের হয়ে আরও দু'টি নেহেরু কাপ জিতেছেন। পরের বছর, ছেত্রী এএফসি চ্যালেঞ্জ কাপ ফাইনালে হ্যাটট্রিক করেন, সেই ম্যাচে ভারত তাজিকিস্তানকে ৪-১ গোলে হারায়। তিনি ২০১১, ২০১৫, ২০২১ এবং ২০২৩ সালে SAFF চ্যাম্পিয়নশিপ শিরোপা জেতান ভারতকে।

Advertisement

ছেত্রী ২০১১ সালে এএফসি এশিয়ান কাপের ম্যাচে খেলেন এবং ২০১২ সালে এএফসি চ্যালেঞ্জ কাপ কোয়ালিফায়ারে প্রথমবার জাতীয় দলের অধিনায়ক মনোনীত হন। মোট সাতবার এআইএফএফ-এর বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতেছেন। শুধু তাই নয়, ২০১১ সালে অর্জুন পুরস্কার এবং ২০২১ সালে ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কারে ভূষিত হন। তিনি প্রথম ফুটবলার যিনি ক্রীড়া কৃতিত্বের জন্য দেশের সর্বোচ্চ পুরস্কার খেল রত্ন জিতেছেন।

২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত তাঁর নেতৃত্বেই ভারতীয় ফুটবল দল প্রথমবার ফিফা র‍্যাঙ্কিং-এ ১০-র মধ্যে পৌঁছেছিল। ২০২৪ সালের ২৬ মার্চ ভারতের হয়ে ১৫০ তম ম্যাচ খেলছিলেন ভারতের জার্সি গায়ে ৯৪টি গোল করেছেন। ফিফা সদস্যদের মধ্যে সর্বকালের গোলদাতার তালিকায় চতুর্থ স্থানে ভারতের এই কিংবদন্তি তারকা। সক্রিয় খেলোয়াড়দের মধ্যে, তিনি কেবল লিওনেল মেসি (১৮০ ম্যাচে ১০৬ গোল) এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (২০৫ ম্যাচে ১২৮ গোল) পিছনে রয়েছেন। 

Advertisement