বিরাট কোহলি (Virat Kohli) কি আইপিএল (IPL 2024) খেলবেন? তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন ভারতীয় দলের প্রাক্তন ওপেনার সুনীল গাভাস্কার (Sunil Gavaskar)। ইংল্যান্ডের (India VS England) বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন বিরাট। তা নিয়েই ফের সমালোচনা সরব হলেন গাভাস্কার। বিরাট যদিও সন্তানসম্ভবা স্ত্রী অনুষ্কা শর্মার পাশে থাকতেই ছুটি নিয়েছিলেন টেস্ট সিরিজ থেকে। এই মাসেই জন্ম হয় তাঁর ছেলে আকায়ের। এরপরেও তিনি পঞ্চম টেস্টে খেলবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। সেই কারণেই প্রশ্ন তুলেছেন সুনীল গাভাস্কার।
বেশ কয়েকজন ক্রিকেটারের ক্ষেত্রেই দেখা যাচ্ছে, তাঁরা দেশের হয়ে টেস্ট খেলার থেকে আইপিএল খেলা নিয়ে বেশি মেতে রয়েছেন। গাভাস্কার সেই দিকেই কি ইঙ্গিত করলেন তা যদিও জানা যায়নি। সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে গাভাস্কার বলেন, 'ও কি খেলবে? নিশ্চিত ভাবেই ওর না খেলার কিছু কারণ রয়েছে। আমার মনে হয়, ও আইপিএল-এও খেলবেন না।' সাধারণ ভাবে এই বক্তব্য নিয়ে হইচই করার মতো কিছু না থাকলেও ভারতীয় ক্রিকেটে যে বিতর্ক চলছে তাতে মনে করা হচ্ছে, গাভাস্কার আসলে বিরাটকে খোঁচা মারতেই এমনটা করেছেন। অন্তত সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেট ভক্তদের দাবি এমনটাই।
শুধু বিরাট কোহলি নিয়ে নয়, গাভাস্কার মুখ খুলেছেন এবারের আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের সম্ভাবনা নিয়েও। এবারের আইপিএল-এ কালো ঘোড়া হতে পারে কেকেআর। এমনকি এবার চ্যাম্পিয়ন হতে পারে তারা। কেকেআর মেন্টর গৌতম গম্ভীরের সঙ্গে কোচ চন্দ্রকান্ত পন্ডিতের রসায়ন দারুণ হতে পারে বলে মনে করেন প্রাক্তন ক্রিকেটার। তিনি বলেন, 'গম্ভীর ও পন্ডিত দুই জনেই শক্ত মানসিকতার মানুষ। এই কম্বিনেশন যদি ক্লিক করে যায় তা হলে কেকেআর চ্যাম্পিয়নও হতে পারে।'
শ্রেয়স আইয়ারের দল এবারে আইপিএল জিততে পারবে কিনা তা সময় বলবে। তবে বিরাট কোহলিকে নিয়ে গাভাস্কারের এই মন্তব্য রীতিমত আলোড়ন ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়।