scorecardresearch
 

Sunil Chherti: কলকাতায় জমিয়ে ফুচকা খাচ্ছেন সুনীল-সোনম, VIRAL

ফুচকা খাচ্ছেন সুনীল ছেত্রী (Sunnil Chhetri)। এমনটাই দেখা গেল কলকাতায়। গল্ফগ্রিনেই শ্বশুর বাড়ির পাড়ায় শাশুড়ি ও স্ত্রীকে নিয়ে ফুচকা খেতে গেল সুনীল ছেত্রীকে। ইম্ফলে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলে কলকাতায় ফিরেছেন সুনীল। ক'টা দিন ছুটি কাটিয়ে সুপার কাপের (Super Cup) প্রস্তুতিতে মন দেবেন ভারতের তারকা স্ট্রাইকার। তার ফাঁকেই কলকাতার ফুচকায় মজলেন বাংলার জামাই। বিয়ের আগে এখানেই নিয়মিত ফুচকা খেতেন তাঁর স্ত্রী সোনাম ভট্টাচার্য (Sonam Bhattacharya)। আর সেখানেই সুনীল-সোনমকে একসঙ্গে দেখা গেল।

Advertisement
ফুচকা খাচ্ছেন সুনীল (ছবি- সোনমের ইনস্টাগ্রাম স্টোরি) ফুচকা খাচ্ছেন সুনীল (ছবি- সোনমের ইনস্টাগ্রাম স্টোরি)

ফুচকা খাচ্ছেন সুনীল ছেত্রী (Sunnil Chhetri)। এমনটাই দেখা গেল কলকাতায়। গল্ফগ্রিনেই শ্বশুর বাড়ির পাড়ায় শাশুড়ি ও স্ত্রীকে নিয়ে ফুচকা খেতে গেল সুনীল ছেত্রীকে। ইম্ফলে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলে কলকাতায় ফিরেছেন সুনীল। ক'টা দিন ছুটি কাটিয়ে সুপার কাপের (Super Cup) প্রস্তুতিতে মন দেবেন ভারতের তারকা স্ট্রাইকার। তার ফাঁকেই কলকাতার ফুচকায় মজলেন বাংলার জামাই। বিয়ের আগে এখানেই নিয়মিত ফুচকা খেতেন তাঁর স্ত্রী সোনাম ভট্টাচার্য (Sonam Bhattacharya)। আর সেখানেই সুনীল-সোনমকে একসঙ্গে দেখা গেল।

ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ছবি শেয়ার করে সোনম লিখেছেন, 'অবশেষে সুনীলকে নিয়ে আমার পুরনো আড্ডায়।' সুনীলকে ফুচকা খাইয়ে দেন সোনম। সেই ছবিও এখন ভাইরাল। কলকাতার রাস্তায় ভারতীয় ফুটবল ক্যাপ্টেন দাঁড়িয়ে ফুচকা খাচ্ছেন এই দৃশ্য সচরাচর দেখা যায় না। তবে সুনীল যেন মাটির মানুষ। সোনমের সঙ্গে দাঁড়িয়ে ফুচকা খেলেন। কলকাতার জামাই কলকাতার ফুচকা খাবেন না তা আবার হয় নাকি? আসলে গোটা ফুটবল কেরিয়ারটাই কঠোর অনুশাসনে নিজেকে বেঁধে রেখেছেন ভারতের কিংবদন্তি এই ফুটবলার। 

সেই অনুশাসনে ফুচকা যে নেই তা আর বলার অপেক্ষা রাখে না। আর কলকাতার ফুচকার সঙ্গে বেঙ্গালুরুর ফুচকার আকাশ-পাতাল তফাৎ। আর সেই জন্যই সোনাম সুনীলকে নিয়ে গিয়েছিলেন তাঁর পুরনো আড্ডায়। সেখানেই ফুচকা খাওয়া হয়।    

কিরঘিজস্তানকে (Kyrgyzstan National Football Team) ২-০ গোলে হারিয়ে ত্রিদেশীয় ফুটবল প্রতিযোগিতায় (Tri-Nation Football Tournament) জয় ব্লু টাইগার্সদের (Blue Tigers)।  মঙ্গলবার ইম্ফলের (Imphal) খুমান লাম্পাক স্টেডিয়ামে (Khuman Lampak Stadium), মুখোমুখি হয় ভারত (Indian Football Team) বনাম কিরঘিজস্তান (Kyrgyzstan Football team)। ত্রিদেশীয় ফুটবল প্রতিযোগিতায় এটি ছিল সুনীলদের (Sunil Chhetri) দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে মায়ানমারকে (Myanmar) ১-০ গোলে হারিয়ে জয় পায় ভারত। গোল করেন অনিরুদ্ধ থাপা (Anirudh Thapa)। প্রসঙ্গত, এই প্রথম কোনো আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতার আসর বসে ইম্ফলের এই মাঠে। আর সেই স্টেডিয়ামে, জাতীয় দলের জার্সি গায়ে গোল করে ইতিহাসে নাম তুললেন অনিরুদ্ধ থাপা, সন্দেশ ঝিঙ্গান (Sandesh Jhingan) এবং সুনীল ছেত্রী। 

Advertisement

Advertisement