scorecardresearch
 

Kalinga Super Cup 2024 East Bengal: ইস্টবেঙ্গলই চ্যাম্পিয়ন হোক, চাইছে মোহনবাগান, কেন?

ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হেরে সুপার কাপ থেকে ছিটকে গিয়েছে মোহনবাগান। তবে সুপার কাপে চ্যাম্পিয়ন হোক লাল-হলুদই। এমনটা চাইছে চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগান। আজ জামসেদপুরের বিরুদ্ধে নামার আগে কার্লেস কুয়াদ্রাতের ছেলেদের এই বার্তাই দিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। শুধু ইস্টবেঙ্গলের চ্যাম্পিয়ন হওয়া নয়, বাংলার আরও এক ক্লাব মহমেডান স্পোর্টিং আই লিগ জিতুক সেটাও চাইছেন দেবাশিস।

Advertisement
ইস্টবেঙ্গল দল ও দেবাশিস দত্ত ইস্টবেঙ্গল দল ও দেবাশিস দত্ত
হাইলাইটস
  • জামশেদপুরের বিরুদ্ধে সেমিফাইনালে নামছে ইস্টবেঙ্গল
  • আজ সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচ

ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হেরে সুপার কাপ থেকে ছিটকে গিয়েছে মোহনবাগান। তবে সুপার কাপে চ্যাম্পিয়ন হোক লাল-হলুদই। এমনটা চাইছে চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগান। আজ জামসেদপুরের বিরুদ্ধে নামার আগে কার্লেস কুয়াদ্রাতের ছেলেদের এই বার্তাই দিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। শুধু ইস্টবেঙ্গলের চ্যাম্পিয়ন হওয়া নয়, বাংলার আরও এক ক্লাব মহমেডান স্পোর্টিং আই লিগ জিতুক সেটাও চাইছেন দেবাশিস।

মোহনবাগান সচিব দেবাশিস বলছেন, ‘আমি চাই ইস্টবেঙ্গল সুপার কাপ চ্যাম্পিয়ন হোক। আর আই লিগ জিতুক মহমেডান। ভারতের সেরা চারটে টুর্নামেন্ট যদি ধরা হয়, তা হলে আমরা গত বছর আইএসএল জিতেছি, এ বার মরসুমের শুরুতেই ডুরান্ড কাপ। হাতে রইল আরও তিনটে টুর্নামেন্ট। তার মধ্যে সুপার কাপ ও আই লিগ যদি ইস্টবেঙ্গল-মহমেডান জেতে, তা হলে বৃত্ত সম্পূর্ণ হবে। বাংলার ফুটবলের জন্য এটা অত্যন্ত ভালো ব্যাপার। আর সেই কারণেই বেশি করে চাই, ইস্টবেঙ্গল সুপার কাপ জিতুক।’  

গত কয়েক বছর যাবত লাল-হলুদকে একেবারেই তাদের চেনা ছন্দে দেখা যায়নি। তবে এই মরসুমে একেবারে অন্য ফর্মে ইস্টবেঙ্গল। মরসুমের শুরুতে ডুরান্ড কাপের গ্রুপ পর্বে মোহনবাগানকে হারানো, তারপর ফাইনালে ওঠা। যদিও ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের কাছে হারতে হয় তাদের। আইএসএল-এর দ্বিতীয় পর্বের খেলা এখনও বাকি রয়েছে। ফলে প্লে অফে যাওয়ার রাস্তা এখন বেশ ভালোভাবেই খোলা রয়েছে ইস্টবেঙ্গলের সামনে। এর মধ্যেই আবার সুপার কাপের শেষ চারেও পৌঁছে গিয়েছে লাল-হলুদ। জামশেদপুরের বিরুদ্ধেও ফেবারিট ক্লেইটন সিলভারা।

আরও পড়ুন

অন্যদিকে মোহনবাগান সুপার কাপ থেকে ছিটকে গেলেও, মরসুমের শুরুতেই জিতে গিয়েছে ডুরান্ড কাপ। পরপর দুইবার আইএসএল চ্যাম্পিয়ন হওয়া সবুজ-মেরুনের সামনে এখনও দারুণ সুযোগ রয়েছে আইএসএল জেতার। প্রথম পর্বের শেষ তিন ম্যাচ হেরে গেলেও, দ্বিতীয় পর্বে ঘুরে দাঁড়াতে পারে মোহনবাগান। তবে কোচ জুয়ান ফেরান্দোকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে আন্তোনিও লোপেজ হাবাসকে। তিনি ইন্ডিয়ান সুপার লিগে অন্যতম সফল একজন কোচ।     

Advertisement

Advertisement