ক্রিকেটারদের নিয়ে নানা সময় না বিতর্ক সামনে এসেছে। এবার প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়নার (Suresh Raina) মন্তব্যে সাড়া পড়েছে নেট দুনিয়ায়। ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআইয়ের (BCCI) প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) নিয়ে একটি মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে।
কয়েকদিন আগে লালরানটপকে দেওয়া একটি সাক্ষাৎকারে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন সুরেশ রায়না। প্রায় ২ ঘন্টার বেশি সময় ধরে চলা এই সাক্ষাৎকারের শেষের দিকে তাঁকে বলা হয়, কিছু খেলোয়াড়ের নাম জিজ্ঞেস করা হবে এবং তাদের কিছু অদ্ভুত অভ্যাস নিয়ে বলতে হবে। এরপরেই সঞ্চালক তাঁকে একের পর এক খেলোয়ারের নাম বলতে থাকেন। যার মধ্যে জাহির খান, গৌতম গম্ভীর, বীরেন্দ্র শেহয়াগ, বিরাট কোহলি, এম এস ধোনি, যুবরাজ সিংয়ের মতো ক্রিকেটাররা। পাশাপাশি নাম ছিল সৌরভ গঙ্গপাধ্যায়েরও।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের ব্যাপারে বলতে গিয়ে উনি বলে বসেন তাঁর প্যান্ট অনেক উপরে পরার একটি অদ্ভুত অভ্যাস রয়েছে। সঞ্চালক থেকে শুরু করে দর্শক সবাই হেসে ওঠেন। তারপর তিনি হাসতে হাসতে ক্যমেরার দিকে তাকিয়ে হাত জোড় করে রায়না বলেন সরি দাদা।
তাঁকে যখন গম্ভীরের ব্যপারে জিজ্ঞেস করা হয় তখন তিনি বলেন তিনি একই গান ২০ বার শুনতে পারতেন। জাহির খানের ব্যাপেরে তিনি বলেন জাহির দু দিকেই বল ভালো সুইং করাতে পারেন। বিরাট কোহলির বিষয়ে তিনি বলেন তাঁর অ্যাগ্রেশান বেশি এবং ভালো নাচতে পারেন। সহবাগের ব্যপারে তিনি বলেন যে তিনি দুধ বেশি খান। যুবরাজের ব্যপারে তিনি বলেন যে তাঁরা একসঙ্গে পার্টি করতেন এবং মজা করতেন। ধোনির ব্যপারে তিনি বলেন যে তাঁর বাড়িতে ভিন্টেজ গাড়ির সম্ভার আছে, ৭০-৮০টি বাইক রয়েছে যা আমার একটু অদ্ভুত লেগেছে।
এই মন্তব্যের পরেই কমেন্টে নানারকম মন্তব্য পেশ করতে থাকেন। কিন্তু বেশিরভাগ মানুষ এটাকে মজা হিসেবেই নিয়েছেন। কারণ সুরেশ রায়না অপমানজনক ভাবে কথাটি বলেননি। সুতরাং এই বিষয়টি নিয়ে জল ঘোলা করার কোন কারণই নেই।