শনিবার সুপার এইটের দ্বিতীয়াযয়ম ম্যাচে ভারতের সামনে বাংলাদেশ। শুক্রবার অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশের ম্যাচ বৃষ্টিতে বারবার বিঘ্নিত হয়েছে। শেষে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ম্যাচ জেতে অজিরা। শনিবারও বৃষ্টির সম্ভবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনাও প্রবল।
কী বলছে আভাওয়ার পূর্বাভাস?
অন্যদিকে সুপার এইটের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে ভাল জায়গায় রয়েছে ভারত। শনিবার বাংলাদেশকে হারিয়ে দিলে সেমিফাইনালের টিকিট কার্যত নিশ্চিত হয়ে যাবে রোহিত শর্মাদের। তবে বৃষ্টি যদি খলনায়ক হয়ে হাজির হয় তা হলে কী হবে? সেটাই প্রশ্ন। ভারত বনাম বাংলাদেশ ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সকাল ১০.৩০-এ। ভারতীয় সময় রাত ৮টায়। আবহাওয়ার পূর্বাভাস বলছে, অ্যান্টিগায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সকাল ১০টা থেকে বেলা সাড়ে এগারোটার মধ্যে হতে পারে বৃষ্টি।
বৃষ্টিতে ভারত বনাম বাংলাদেশ ম্যাচ ভেস্তে গেলে কাদের সুবিধা?
সুপার এইট পর্বে কোনও ম্যাচের জন্যই রিজার্ভ ডে নেই। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে নিয়ম অনুযায়ী ভারত ও বাংলাদেশ দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে যাবে। সেক্ষেত্রে ভারতের পয়েন্ট দাঁড়াবে ২ ম্যাচে ৩। বাংলাদেশের পয়েন্ট হবে ২ ম্যাচে ১। সেক্ষেত্রে জমে যেতে পারে সেমিফাইনালে ওঠার লড়াই। কারণ, শেষ ম্য়াচে ভারতের সামনে অস্ট্রেলিয়া। বাংলাদেশ পাবে আফগানিস্তানকে। কে বলতে পারে গোটা গ্রুপের ছবিটাই সেক্ষেত্রে বদলে গেল না? এমনকী, শেষ ম্যাচে হেরে বিদায় নেওয়ার আশঙ্কাও থেকে যাচ্ছে টিম ইন্ডিয়ার। ফলে রোহিত শর্মারা কোনও ভাবেই বৃষ্টি চাইবেন না তা বলাই বাহুল্য
ভারতের সম্ভাব্য প্লেয়িং ১১: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্সার প্যাটেল, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরা।
বাংলাদেশের সম্ভাব্য প্লেয়িং ১১: সৌম্য সরকার, লিটন দাস (উইকেট-রক্ষক), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মাহেদী হাসান, রিশাদ হুসেইন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।