সুপার এইটের দ্বিতীয় ম্যাচে ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন ভারতীয় দলের ওপেনাররা। আফগানিস্তানের বিরুদ্ধে জয়ের পর বাংলাদেশের মুখোমুখি হয়েছে টিম ইন্ডিয়া। অ্যান্টিগার স্টেডিয়ামে ভারতীয় দল কোনও বদল করেনি। টসে হেরে ব্যাট পায় ভারত। ওপেনিং জুটিতেও কোনও পরিবর্তন করেনি ভারত। রোহিতের সঙ্গে বিরাট ওপেন করতে নামেন। দারুণ শুরু করে ভারতীয় দল।
ভাল শুরু করেও আউট দুই ওপেনার
ভারতীয় দল কোনও ম্যাচ না হারলেও, টিম ম্যানেজমেন্টের চিন্তা ছিল দুই ওপেনারের খারাপ ফর্ম। বিরাট ও রোহিত দুই জনেই ভাল শুরু করলেও আউট হয়ে যাচ্ছিল ঠিকভাবে সেট হওয়ার আগেই। প্রথমে নিউইয়র্কের পিচে সমস্ত ব্যাটারের মতোই সমস্যায় পড়েছেন ভারতের এই জুটি ওয়েস্ট ইন্ডিজে এসেও সেই সমস্যা পিছু ছাড়েনি। তবে অ্যান্টিগায় ফর্মে ফেরার ইঙ্গিত পাওয়া গেল। তবে শুধু তাই নয়, যেভাবে বাংলাদেশ বোলারদের শাসন করলেন রোহিত ও বিরাট তাতে তাদের স্ট্রাইকরেট নিয়ে ওঠা প্রশ্নেরও জবাব দেওয়া গেল। সেমিফাইনালের আগে এই জুটির ছন্দে ফেরা খুব জরুরী ছিল। আর বাংলাদেশ ম্যাচেই তা হয়ে যাওয়া খুশি করবে রাহুল দ্রাবিড়কে।
কীভাবে আউট হলেন রোহিত?
৩৯ রানের মাথায় ভারতীয় দল প্রথম উইকেট হারায়। টি২০ ক্রিকেটে ৩৯ রানের ওপেনিং পার্টনারশিপ খুব খারাপ তেমনটা বলা যাবে না। ১১ বলে ২৩ রান করে সাকিব আল হাসানের বলে বড় শট খেলতে গিয়ে আউট হন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। জায়গা তৈরি করে বড় শট খেলতে গিয়েছিলেন রোহিত। লেগ-স্টাম্পের দিকের বল একটু থমকে আসে। মিড-অফ অঞ্চলের উপর দিয়ে মারতে চাইলেও। আউট হন বিরাট। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫০তম উইকেট তুলে নেন সাকিব।
কীভাবে ফিরলেন বিরাট?
২৮ বলে ৩৭ রান করে আউট হন বিরাটও। স্লোয়ার অফকাটারে আউট হন কোহলি। ব্যাটের ইনসাইড এজে লেগে বল উইকেটে লাগে। তানজিমে বোলিং-এ সাফল্য পায় বাংলাদেশ। ৭১ রানে দুই উইকেট হারায় ভারতীয় দল।