আমেরিকায় এবার অনুষ্ঠিত হতে চলেছে টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2024)। আইপিএল শেষ করে একে একে ক্রিকেটার যোগ দিচ্ছেন ভারতীয় দলের (Team India) ক্যাম্পে। ২৫ এবং ২৬ মে রাতে দুই ব্যাচে ভারতীয় টিমের সদস্যদের আমেরিকা যাওয়ার কথা ছিল। প্রথম ব্যাচের ক্রিকেটাররা ইতিমধ্যেই আমেরিকায় পৌঁছে গিয়েছেন। ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma), কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) আমেরিকায় পৌঁছে গেলেও এখনও দলের সঙ্গে যোগ দেননি বিরাট কোহলি (Virat Kohli)। তবে কেন এমন করলেন ভারতের তারকা।
কেন দলের সঙ্গে গেলেন না বিরাট?
সূত্রের খবর, বিরাট কোহলি বিশ্বকাপের আগে বাংলাদেশের বিরুদ্ধে যে ওয়ার্ম আপ ম্যাচ হবে, তাতে তিনি খেলবেন না। তাঁর ৩০ মে নিউইয়র্ক যাওয়ার কথা। তিনি আসলে বোর্ডের কাছে কয়েকদিনের ছুটি চেয়ে নিয়েছেন। বিরাট কোহলি পরিবারকে কিছুটা সময় দিতে চান বলেই হয়ত এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। কারণ, ফেব্রুয়ারিতে তাঁর ও অনুষ্কা শর্মার দ্বিতীয় সন্তান অকায় কোহলির জন্ম হয়েছে। সেই কারণেই বিরাট দেশের মাটিতে অনুষ্ঠিত হতে চলা ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলেননি। তারপরই আইপিএল শুরু হয়ে যাওয়ায় পরিবারের সঙ্গে বিরাট বেশি সময় কাটানোর সুযোগ পাননি। তাই হয়তো বিশ্বকাপের জন্য আমেরিকায় পাড়ি দেওয়ার আগে কিছুটা সময় নিজের পরিবারকে দিতে চান কোহলি।
বোর্ডের এক কর্তা জানিয়েছেন, ‘বিরাট কোহলি আগে থেকেই আমাদের জানিয়েছিল যে ও দেরি করে দলের সঙ্গে যোগ দেবে। তাই বোর্ডের তরফে ওর ভিসার দিন দেরি করে রাখা হয়েছে। ৩০ মে সকালের দিকে ওর রওনা হওয়ার কথা। বোর্ড বিরাটের সেই অনুরোধে রাজিও হয়েছে।’
এবারের আইপিএল-এ দারুণ ছন্দে ছিলেন কিং কোহলি। সবচেয়ে বেশি রান করায় তিনি জিতে নিয়েছেন অরেঞ্জ ক্যাপ। ১৫ ম্যাচে তাঁর রান ৭৪১। তাঁর গড় ৬১.৭৫। ভারতীয় ক্রিকেট ফ্যানরা আশা করবেন, টি২০ বিশ্বকাপেও একই ছন্দে দেখা যাক বিরাটকে।