scorecardresearch
 

T20 World Cup 2024 Pat Cummins: হ্যাটট্রিক কামিন্সের, অস্ট্রেলিয়ার সামনে ১৪০ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

দুরন্ত হ্যাটট্রিক প্যাট কামিন্সর (Pat Cummins)। টি২০ বিশ্বকাপে (ICC T20 World Cup 2024) বাংলাদেশের (Australia vs Bangladesh) বিরুদ্ধে সুপার এইটের ম্যাচে হ্যাটট্রিক করলেন অজি তারকা। ১৮ তম ওভারের শেষ দুই বলে দুই উইকেট তুলে নেন কামিন্স। এরপর শেষ ওভার বল করতে এসে আরও এক উইকেট নিয়ে হ্যাটট্রিক করেন কামিন্স।

Advertisement
প্যাট কামিন্স প্যাট কামিন্স

দুরন্ত হ্যাটট্রিক প্যাট কামিন্সর (Pat Cummins)। টি২০ বিশ্বকাপে (ICC T20 World Cup 2024) বাংলাদেশের (Australia vs Bangladesh) বিরুদ্ধে সুপার এইটের ম্যাচে হ্যাটট্রিক করলেন অজি তারকা। ১৮ তম ওভারের শেষ দুই বলে দুই উইকেট তুলে নেন কামিন্স। এরপর শেষ ওভার বল করতে এসে আরও এক উইকেট নিয়ে হ্যাটট্রিক করেন কামিন্স।
 

কীভাবে এল হ্যাটট্রিক?
১৮ তম ওভারের চতুর্থ বলে মহমাদুল্লাহ রিয়াদকে আউট করেন কামিন্স। শর্ট বলে পুল মারতে গিয়ে আউট হন বাংলাদেশ ব্যাটার। ব্যাটের তলার দিকে বল লেগে তা উইকেটে আঘাত করে। মাত্র ২ রান করে আউট হন রিয়াদ। এরপরের বলে মেহেদি হাসানকে আউট করেন কামিন্স। অফ স্ট্যাম্পের বাইরে ব্যাক অফ লেংথ বলে আপার কাট মারতে গিয়ে ডিপ থার্ড ম্যানে দাঁড়িয়ে থাকা অ্যাডাম জ্যাম্পার হাতে ক্যাচ দেন মেহেদি। এরপর শেষ ভারের প্রথম বলে আউট হন তহিদ হৃদয়। অফ স্ট্যাম্পের বাইরে স্লো বল দেখে স্কুপ শট খেলতে হৃদয়। ফাইন লেগে ক্যাচ ধরেন হ্যাজেলউড।    

১৪০ রানে শেষ বাংলাদেশের ইনিংস

টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠান অজি ক্যাপ্টেন মিশেল মার্শ। বৃষ্টির কারণে টস হতে দেরি হলেও ম্যাচ সঠিক সময়েই শুরু হয়। বাংলাদেশ শুরুতেই উইকেট হারিয়ে বসে। তৃতীয় বলে তানজিম হাসানকে বোল্ড করেন মিশেল স্টার্ক। শুরুর ধাক্কা কাটিয়ে নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস দলের রান এগিয়ে নিয়ে যেতে থাকেন। দলের ৫৮ রানের মাথায় আউট হন লিটন। উইকেট তুলে নেন অ্যাডাম জ্যাম্পা। 

আরও পড়ুন

রিশাদ হোসেনও রান পাননি। ম্যাক্সওয়েলের বলে আউট হন তিনি। ৩৫ বলে ৪১ রান করে আউট হন শান্ত। ফের উইকেট নেন জ্যাম্পা। স্টোনিশের বলে আউট হন শাকিব। তিনিও রান পাননি। ১৭ ওভারে ১১৭ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। এরপরেই কামিন্সের ঝড়। এবারের টি২০ বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করে ফেললেন তিনি। ফলে ১৪০ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস।  

Advertisement

Advertisement