মাত্র ১১১ রান তাড়া করতে নেমে চাপে ভারত। ৩৯ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছে টিম ইন্ডিয়া। দুই ওপেনার বিরাট কোহলি ও রোহিত শর্মা আউট হওয়ার পরে এবার আউট হলেন ঋষভ পন্তও। সমস্যায় পড়েছেন ভারতীয় ব্যাটাররা।
সুপার এইটে পৌঁছে গেল ভারত
পরপর তিন ম্যাচ জিতে সুপার এইট নিশ্চিত করে ফেলল ভারতীয় দল। বুধবার এই ম্যাচের পরেই মায়ামি উড়ে যাচ্ছেন রোহিত শর্মারা। পরের ম্যাচ কানাডার বিরুদ্ধে সেখানেই খেলবেন তাঁরা।
৫ পেনাল্টি রান পেল ভারত
৩ বার ১ ওভারে ৬০ সেকেন্ডের বেশি সময় নষ্ট করায় ৫ রান পেল ভারতীয় দল।
আউট পন্তও
ঘরের মাঠে দাপট দেখাচ্ছে আমেরিকা। এবার আউট পন্ত। ৩৯ রানে ৩ উইকেট হারাল ভারত।
পাওয়ার প্লে শেষ
৬ ওভার শেষে ২ উইকেটে ৩৩ রান ভারতের। উইকেটে সূর্যকুমার ও ঋষভ পন্ত। পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টায় দুই ব্যাটার।
১১১ রান তাড়া করতে নেমে ফের ব্যর্থ টপ অর্ডার
দ্রুত দুই ওপেনারের উইকেট হারাল ভারত। ১৩ রানেই ২ উইকেট হারাল ভারত, আউট বিরাট-রোহিত।
ভারতের সামনে ১১১ রানের লক্ষ্য
৮ উইকেট হারিয়ে ১১০ রান করে আমেরিকা। ভারতের সামনে কিছুটা হলেও লড়াই করার মতো টার্গেট দিল আমেরিকা।
আবার উইকেট হার্দিকের
দারুণ বোলিং হার্দিকের। আউট করি অ্যান্ডারসন। ৯৬ রানে ৬ উইকেট হারাল আমেরিকা।
আবার উইকেট আর্শদীপের
৮১ রানে ৫ উইকেট হারাল আমেরিকা। ৩ উইকেট পেয়ে গেলেন আর্শদীপ।
উইকেট অক্ষরের
ফের উইকেট হারাল আমেরিকা। ৫৬ রানে ৪ উইকেট হারাল তারা। আউট হলেন টেলর।
হার্দিকের উইকেট
উইকেট তুলে নিলেন হার্দিক। আউট ক্যাপ্টেন অ্যারন জোন্স। ২৫ রানে ৩ উইকেট হারাল আমেরিকা।
পাওয়ার প্লে শেষ
৬ ওভারে ২ উইকেট হারিয়ে ১৮ রান করল আমেরিকা।
প্রথম ওভারেই এল ২ উইকেট
প্রথম বলেই উইকেট তুলে নিলেন আর্শদীপ। প্রথমে শ্যাম জাহাঙ্গিরকে এল্বি করার পর, আন্দ্রিয়াস গউসের উইকেটো তুলে নেন বাঁ হাতি বোলার।
দলে কারা?
ভারতীয় দল- ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ এবং আর্শদীপ সিং।
আমেরিকা দল: স্টিভেন টেলর, শায়ান জাহাঙ্গীর, অ্যান্ড্রিস গাউস (উইকেটরক্ষক), অ্যারন জোন্স (অধিনায়ক), নীতীশ কুমার, কোরি অ্যান্ডারসন, হারমিত সিং, শ্যাডলি ভ্যান শালকউইক, জসদীপ সিং, সৌরভ নেত্রও য়ালকার এবং আলীখান।