চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে টিম ইন্ডিয়া (Team India)। বৃহস্পতিবারই ভারতীয় দলকে নিয়ে শোভাযাত্রা করবে বিসিসিআই (BCCI)। আর ঘরে বসেই সেই শোভাযাত্রা দেখতে পাবেন গোটা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভারতীয় ক্রিকেট দলের ফ্যানরা। মুম্বইতে মেরিন ড্রাইভ সংলগ্ন রাস্তায় খোলা বাসে ট্রফি হাতে শোভাযাত্রায় অংশ নেবেন বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মারা (Rohit Sarma)। দিল্লিতে ভারতীয় দল নামার পরেই সাধারণ সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। যা দেখে অবাক হয়ে যান বিরাট কোহলি।
কীভাবে দেখবেন টিম ইন্ডিয়ার শোভাযাত্রা?
ফ্রিতেই দেখা যাবে ভারতীয় দলের ট্রফি প্যারেড। টিভিতে স্পোর্টস ১৮ (Sports 18), স্টার স্পোর্টসের (Star Sports) বিভিন্ন চ্যানেলে দেখা যাবে এই শোভাযাত্রা। পাশাপাশি লাইভ স্ট্রিমিং দেখতে চাইলে ইনস্টল করতে হবে জিও সিনেমা (Jio Cinema) অ্যাপ। বৃহস্পতিবার বিকেল পাঁচটায় শুরু হবে এই ট্রফি প্যারেড। সাড়ে চারটে থেকে হবে লাইভ সম্প্রচার। বার্বাডোসে ঘূর্ণিঝড় বেরিলের কারণে, বেশ কিছুদিন আটকে থাকতে হয়েছিল রোহিতদের। তাদের একটি বিশেষ চার্টার্ড বিমানে ভারতে আনা হয়েছিল। টিম ইন্ডিয়া বর্তমানে দিল্লির হোটেলে রয়েছে।
বিশেষ বাস তৈরি
যে বাসে করে ট্রফি প্যারেডে অংশ নেবেন টিম ইন্ডিয়ার সদস্যরা, সেই বাসে ভারতীয় দলের ট্রফি জয়ের নানা মুহূর্তের ছবি লাগানো হয়েছে। নীল রঙয়ের দোতলা বাসে করে ঘুরবেন দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা। বাসের ঠিক সামনে লেখা হয়েছে, 'চ্যাম্পিয়ন্স ২০২৪'। রয়েছে টি২০ বিশ্বকাপের লোগোও। বিসিসিআই স্পন্সরদের লোগোও রাখা হয়েছে নিচের দিকে। দুই ধারেও বিসিসিআই-এর লোগো সহ লেখা রয়েছে সেই একই শব্দবন্ধ।
পরিবারের সঙ্গে দেখা করলেন বিরাট
দিল্লিতে হোটেলে ঢোকার আগে ভাংরার তালে ভারতীয় দলকে স্বাগত জানানো হয়। সেই সোয় নাচতে দেখা যায় রোহিত শর্মা, সূর্যকুমার যাদবদের। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন বিরাট। দিল্লির পর এবার মুম্বইয়ে সেলিব্রেশন। আর তার জন্য তৈরি হচ্ছে বানিজ্য নগরী।