ভারতীয় দলের (Team India) হেড কোচ পদের জন্য আবেদন করতে বলল বিসিসিআই। সোমবার রাতে এক্স-এ একটি পোস্ট শেয়ার করেছে বিসিসিআই (BCCI)। সেই পোস্টে বলা হয়েছে, ২৭ মে আবেদনের শেষ তারিখ। সন্ধ্যা ৬টার মধ্যে এই আবেদন করতে হবে। ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) সঙ্গে চুক্তি থাকলেও, তা বাড়িয়ে ২০২৪ টি২০ বিশ্বকাপ (ICC T20World Cup 2024) পর্যন্ত করা হয়।
তবে, বিসিসিআই সেক্রেটারি জয় শাহ ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন যে রাহুল দ্রাবিড় যদি তার মেয়াদ বাড়াতে চান তবে তিনি এই পদের জন্য আবার আবেদন করতে পারেন। তাদের আবেদন বিবেচনা করা হবে।
নতুন কোচের মেয়াদ থাকবে আগামী বিশ্বকাপ পর্যন্ত। সম্প্রতি, মুমবাইতে বিসিসিআই সদর দফতরে, জয় শাহ বলেছিলেন, 'আমরা আগামী কয়েক দিনের মধ্যে আবেদন করতে আমন্ত্রণ জানাব, রাহুল দ্রাবিড়ের মেয়াদ জুনে শেষ হচ্ছে। তিনি আবার আবেদন করতে চাইলে করতে পারেন। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচের মতো কোচিং স্টাফ নতুন কোচের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।'
নতুন প্রধান কোচের মেয়াদ হবে আগামীও ওয়ানডে বিশ্বকাপে। ২০২৭ সালে এই বিশ্বকাপ হবে। বিষয়টি জয় শাহ নিজেও পরিষ্কার করেছেন। তিনি বলেছিলেন যে নতুন প্রধান কোচকে ২০১৭-এর ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হবে।
বিসিসিআই সেক্রেটারি এর আগে এও বলেছেন যে, বিভিন্ন ফরম্যাটের জন্য আলাদা কোচ থাকার নিয়োগের আপাতত কোনও পরিকল্পনা তাদের নেই। তবে শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত ক্রিকেট উপদেষ্টা কমিটির উপর নির্ভর করবে। তাঁর দাবি, ‘ভারতীয় ক্রিকেটে ভিন্ন ভিন্ন ফরম্যাটের জন্য ভিন্ন ভিন্ন কোচের কোনও নজির নেই। এছাড়া, আমাদের অনেক খেলোয়াড় আছে, যারা অল ফরম্যাটের খেলোয়াড়। ঋষভ পন্ত, বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো অনেক প্লেয়ারই সব ফরম্যাটে খেলে। তবে সবটাই ক্রিকেট উপদেষ্টা কমিটি ঠিক করবে। তারা যা সিদ্ধান্ত নেবে, তার বাস্তবায়ন করতে হবে আমাকে।’