scorecardresearch
 

Team India Asia Cup: রাহুল ফিরলেন, তবু এশিয়া কাপে ভাইস ক্যাপ্টেন সেই হার্দিক

সোমবার এশিয়া কাপের দল ঘোষণা করে দিল বিসিসিআই। ভারতীয় দলের ভাইস ক্যাপ্টেন কে হবেন তা নিয়ে অনেকদিন ধরেই নানা জল্পনা চলছিল। উঠে আসছিল কেএল রাহুলের নাম। তবে অজিত আগারকরের নেতৃত্বে নির্বাচকরা সিদ্ধান্ত নেন, এবারের এশিয়া কাপে সহ অধিনায়কত্ব করবেন হার্দিক পান্ডিয়া।

Advertisement
কেএল রাহুল ও হার্দিক পান্ডিয়া কেএল রাহুল ও হার্দিক পান্ডিয়া

সোমবার এশিয়া কাপের দল ঘোষণা করে দিল বিসিসিআই। ভারতীয় দলের ভাইস ক্যাপ্টেন কে হবেন তা নিয়ে অনেকদিন ধরেই নানা জল্পনা চলছিল। উঠে আসছিল কেএল রাহুলের নাম। তবে অজিত আগারকরের নেতৃত্বে নির্বাচকরা সিদ্ধান্ত নেন, এবারের এশিয়া কাপে সহ অধিনায়কত্ব করবেন হার্দিক পান্ডিয়া।


এর আগে কেএল রাহুল রোহিত শর্মার ডেপুটি হিসেবে কাজ করলেও দীর্ঘদিন চোটের জন্য ভারতীয় দলের বাইরে ছিলেন রাহুল। তবে সুস্থ হয়ে দলে ফেরত এলেও সহ অধিনায়কের পদ পাচ্ছেন না। রোহিত দলে না থাকলে, ভারতীয় দলের হয়ে ক্যাপ্টেন্সি করতে দেখা গিয়েছে হার্দিক পান্ডিয়াকে। এর আগে আইপিএল-এ গুজরাত টাইটান্সকে প্রথমবারই চ্যাম্পিয়ন করেন হার্দিক। দ্বিতীয় মরশুমেও ফাইনালে উঠে এসেছিল গুজরাত। তাঁর ক্যাপ্টেন্সিতেই। এরপরেই টি২০ সিরিজগুলিতে ভারতীয় দলের ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হয়েছে হার্দিককেই। রাহুল ফিরে এলেও সুযোগ পাননি। দলে জায়গা পেয়েছেন সূর্যকুমার যাদবও।  

 
সূর্যকুমারের জায়গা পাওয়া নিয়েও বিতর্ক শুরু হয়ে গিয়েছে। টি২০ ক্রিকেটে এখনও সেরা ফর্ম ধরে রেখেছেন স্কাই। তবে একদিনের ক্রিকেটে তাঁর দলে সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রিকেটপ্রেমীদের একাংশের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভালো করতে না পারলেও, এশিয়া কাপে ফের তাঁকে সুযোগ দেওয়া হয়েছে।
 

আরও পড়ুন

এশিয়া কাপের সময়সূচী:
৩০ আগস্ট: পাকিস্তান বনাম নেপাল - মুলতান
৩১ আগস্ট: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা - ক্যান্ডি 
২ সেপ্টেম্বর: ভারত বনাম পাকিস্তান - ক্যান্ডি
৩ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম আফগানিস্তান - লাহোর
৪ সেপ্টেম্বর: ভারত বনাম নেপাল -
৫ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান - লাহোর

৬ সেপ্টেম্বর: A1 বনাম B2 - লাহোর 
৯ সেপ্টেম্বর: B1 বনাম B2 - কলম্বো (শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ হতে পারে)
১০ সেপ্টেম্বর: A1 বনাম A2 - কলম্বো (ভারত বনাম পাকিস্তান হতে পারে) 
১২ সেপ্টেম্বর: A2 বনাম B1 - কলম্বো  
১৪ সেপ্টেম্বর: A1 বনাম B1 - কলম্বো 
১৫ সেপ্টেম্বর: A2 বনাম B2 - কলম্বো 
১৭ সেপ্টেম্বর: ফাইনাল - কলম্বো 

Advertisement

এশিয়া কাপের জন্য ভারতীয় দল- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, তিলক ভর্মা, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, প্রশিদ্ধ কৃষ্ণা
 

Advertisement