scorecardresearch
 

Team India T20 World Cup Jersey: T20 বিশ্বকাপের জার্সি উদ্বোধনে রোহিত-জয় শাহ, কত দাম কীভাবে কিনবেন?

আসন্ন টি২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) ভারতীয় দলের (Team India Jersey) জার্সি কেমন হবে তা আগেই জেনে গিয়েছিলেন ফ্যানরা। কিট প্রস্তুতকারক সংস্থা বিক্রি করাও শুরু করে দিয়েছে। আর এবার সেই জার্সির ভিডিও প্রকাশ করে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বিসিসিআই (BCCI) সচিব জয় শাহ (Jay Shah)। অহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) গুজরাত টাইটান্স বনাম কলকাতা নাইট রাইডার্স (Gujarat Titans vs Kolkata Knight Riders) ম্যাচের আগে BCCI সচিব জয় শাহ ক্যাপ্টেন রোহিত শর্মাকে (Rohit Sharma) নিয়ে এই জার্সি সামনে আনলেন।

Advertisement
টি২০ বিশ্বকাপে ভারতের জার্সি টি২০ বিশ্বকাপে ভারতের জার্সি

আসন্ন টি২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) ভারতীয় দলের (Team India Jersey) জার্সি কেমন হবে তা আগেই জেনে গিয়েছিলেন ফ্যানরা। কিট প্রস্তুতকারক সংস্থা বিক্রি করাও শুরু করে দিয়েছে। আর এবার সেই জার্সির ভিডিও প্রকাশ করে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বিসিসিআই (BCCI) সচিব জয় শাহ (Jay Shah)। অহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) গুজরাত টাইটান্স বনাম কলকাতা নাইট রাইডার্স (Gujarat Titans vs Kolkata Knight Riders) ম্যাচের আগে BCCI সচিব জয় শাহ ক্যাপ্টেন রোহিত শর্মাকে (Rohit Sharma) নিয়ে এই জার্সি সামনে আনলেন।

 স্টেডিয়ামের উপরে একটি পোডিয়াম তৈরি করা। সেখানে রাখা ভারতের এবার তিনটে জার্সি। সঙ্গে ছিল কোচদের জার্সিও। বিশ্বকাপ শুরু হওয়ার ১৮ দিন আগে জার্সি সামনে আনল ভারতীয় ক্রিকেট বোর্ড। এই অনুষ্ঠানে জয় শাহ এবং রোহিত শর্মা ছাড়াও অ্যাডিডাসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এক কর্তা। প্রথমে ক্রিকেটারদের অফিসিয়াল জার্সি, ফ্যানসদের জার্সি উদ্বোধন করা হয়। এরপর দেখা যায়, রোহিতের নাম লেখা জার্সি জয় শাহ তাঁর হাতে তুলে দেন। রোহিত সেই জার্সিতে সই করেন। এই অনুষ্ঠানে রোহিতকে একটি সাদা টি শার্ট পরে আসতে দেখা যায়। বুকে BCCI-এর লোগো। এটা সম্ভবত প্লেয়ারদের অপর একটি কিট হতে চলেছে।

৫ জুন থেকে বিশ্বকাপ অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। এরপর ৯ জুন পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত। ১২ জুন ভারতের তৃতীয় ম্যাচ আমেরিকার বিরুদ্ধে। কানাডার বিরুদ্ধে ১৫ জুন ম্যাচ খেলবেন রোহিত শর্মারা।   

দেখে নিন আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল
রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ  
রিভার্ভ- শুভমান গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ, আভেশ খান 

Advertisement

Advertisement