সজন প্রকাশের পর দ্বিতীয় ভারতীয় সাঁতারু হিসেবে অলিম্পিক্সে সরাসরি অংশগ্রহণের যোগ্যতা অর্জন করলেন শ্রীহরি নটরাজ। এর আগে অলিম্পিক্স গেমসের ইতিহাসে একের বেশি ভারতীয় সাঁতারু যোগ্যতা অর্জন করতে পারেননি। এবার প্রথম ২ সাঁতারু অংশগ্রহণ করবেন।
সজন প্রকাশের আগেরদিনই সরাসরি যোগ্যতা মানের থেকে ০.০৫ সেকেন্ড কমে সাঁতার শেষ করেছিলেন নটরাজ। এরপর ১০০ মিটার ব্যাকস্ট্রোকের টাইম ট্রায়ালে ৫৩.৭৭ সেকেন্ডে শেষ করেন তিনি।
সুইমিং ইন্ডিয়া ফেডারেশনের তরফে ট্যুইটবার্তায় জানানো হয়, ৫৩.৭৭ সেকেন্ডে সাঁতার শেষ করেছেন শ্রীহরি। শ্রীহরি ও সজন প্রকাশ টোকিও অলিম্পিক্সে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন রোমের সেত্তাকোলিতে অনুষ্ঠিত প্রতিযোগিতা থেকে অলিম্পিক্সের টিকিট নিশ্চিত করলেন শ্রীহরি।