scorecardresearch
 

ইংল্যান্ড টেস্ট সিরিজের আগে দুশ্চিন্তা টিম ইন্ডিয়ার, ঋষভ পন্থ সহ ২ খেলোয়াড়ের Covid পজিটিভ

আর কদিন পরেই শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। তার আগে দুশ্চিন্তা বাড়ল টিম ইন্ডিয়ার। করোনা পজেটিভ হলেন দলের ২ খেলোয়াড়। তাদের মধ্যে একজন অবশ্য ইতিমধ্যেই সুস্থ হয়েছেন। অপরজনেও খুব তাড়াতাড়ি পরীক্ষা করা হবে।

Advertisement
২ খেলোয়াড় করোনা পজিটিভ ২ খেলোয়াড় করোনা পজিটিভ
হাইলাইটস
  • টিম ইন্ডিয়ার ২ ক্রিকেটার করোনা পজিটিভি
  • ১ জন ইতিমধ্যেই সুস্থ হয়েছেন
  • অপরজনের পরীক্ষাও তাড়াতাড়ি করা হবে

আর কদিন পরেই শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। তার আগে দুশ্চিন্তা বাড়ল টিম ইন্ডিয়ার। করোনা পজেটিভ হলেন দলের ২ খেলোয়াড়। তাদের মধ্যে একজন অবশ্য ইতিমধ্যেই সুস্থ হয়েছেন। অপরজনেও খুব তাড়াতাড়ি পরীক্ষা করা হবে। 


সংবাদ সংস্থা এএনআই-এর খবর অনুসারে, দুই খেলোয়াড়েরই ঠাণ্ডা লাগা, কাশির মতো উপসর্গ দেখা যায়। তবে দুজনেরই শারীরিক অবস্থা আপাতত নিয়ন্ত্রণে। একজন ইতিমধ্যেই নেগেটিভ হয়েছেন। অপরজনের টেস্ট হবে ১৮ জুলাই। সূত্রের খবর রবিবার করোনা পরীক্ষার পর নেগেটিভ হলে তিনিও দলের সঙ্গে সামিল হবেন।


ইতিমধ্যেই লন্ডনে একত্রিত হয়েছেন খেলোয়াড়রা। এরপর তাঁদের ডারহামে যাওয়ার কথা। তবে যিনি করোনা পজিটিভ, তিনি যাবেন না। ববলে শামিল হওয়ার আগে সমস্ত খেলোয়াড়ের করোনা পরীক্ষা করা হবে বলেও জানা যাচ্ছে। খেলোয়াড়েরা ৩-৪ দিন আগেই ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন বলে খবর।

সংবাদ সংস্থার খবর অনুযায়ী, সিরিজের আগে এটা নিয়ে বিশেষ চিন্তার কিছু নেই। কারণ দলের প্রত্যেক সদস্যই সুস্থ রয়েছেন, নিয়ম মেনে চলছেন এবং নিয়মিতভাবে তাঁদের টেস্টও হচ্ছে। প্রসঙ্গত ইংল্যান্ডের বিরুদ্ধে অগাস্টের প্রথম সপ্তাহে টেস্ট খেলতে নামবে ভারত। তার আগে একটি কাউন্টি ম্যাচও খেলতে হবে টিম ইন্ডিয়াকে।  


 

Advertisement