আমেরিকার (USA Cricket Team) জার্সিতে দাপট ভারতীয় তারকার। আর তার জেরেই ফের আন্তর্জাতিক ক্রিকেটে লজ্জার মুখে বাংলাদেশ (Bangladesh Cricket Team) ক্রিকেট দল। টি২০ বিশ্বকাপের (ICC T20 World Cup 2024) আগে আমেরিকার বিরুদ্ধে টি২০ ম্যাচে পাঁচ উইকেটে হেরে গেলেন সাকিব আল হাসানরা (Shakib Al Hasan)। সিরিজের প্রথম ম্যাচে ব্যাট করে ছয় উইকেট হারিয়ে মাত্র ১৫৩ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাট কোর্টে নেমে নিউজিল্যান্ডের প্রাক্তন তারকা কোরি অ্যান্ডারসন (Corey Anderson) ও ভারতীয় ক্রিকেটার হরমিত সিং-(Harmeet Singh) এর ব্যাটিং-এ ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় আমেরিকা।
ভারতের হয়ে দুটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছেন হরমিত সিং। তিন বল বাকি থাকতেই পাঁচ উইকেটে ম্যাচটা জিতে যায় আমেরিকা। ২৫ বলে ৩৫ রান করে অপরাজিত ছিলেন প্রাক্তন কিউয়ি তারকা। আর ১৩ বলে ৩৩ রান করে অপরাজিত থেকে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন হরমিত। এই জয়টা আমেরিকার কাছে খুবই স্পেশাল। এই জয় তাঁদের কাছে ঐতিহাসিক। কারণ এই নিয়ে দ্বিতীয়বার পুরুষদের ক্রিকেটে আইসিসির পূর্ণ সদস্যের কোনও দেশকে হারাল। বাংলাদেশের আগে ২০২১ সালে আয়ারল্যান্ডকে হারিয়েছিল আমেরিকা।
শুরু থেকেই রান কোর্টে পারেননি বাংলাদেশের ব্যাটাররা
ব্যাট করতে নেমে সৌম্য সরকার আক্রমণ করতে থাকলেও, টেস্ট খেলতে শুরু করেন লিটন। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর ইনিংস দেখলে যে কোনও বাংলাদেশিই লজ্জা পাবেন। ১১ বলে তিন রান করেন নাজমুল। সাকিবের অবস্থাও খুব খারাপ। তিনি ১২ বলে ছয় রান করেন তিনি। তবে শেষপর্যন্ত তহিদ হৃদয়ের ৪৭ বলে ৫৮ রান এবং মাহমুদুল্লাহের ২২ বলে অপরাজিত ২৩ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ১৫৩ রান তোলে বাংলাদেশ।
রান তাড়া করতে নেমে বাংলাদেশের বোলারদের সামনে সমস্যায় পড়ে যায় আমেরিকা। একের পর এক ডট বলের চাপে মার্কিন ব্যাটাররা রানই কোর্টে পারছিলেন না। একটা সময় মনে হয়েছিল যে ব্যাটারদের ব্যর্থতা ঢেকে দেবেন বোলাররা। কিন্তু কোরি এবং হরমিতের জুটিতে ম্যাচ থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকেন শাকিবরা। ষষ্ঠ উইকেটে ২৮ বলে অপরাজিত ৬২ রান যোগ করেন আমেরিকাকে জিতিয়ে দেন প্রাক্তন কিউয়ি তারকা এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। তাঁদের কাছে তিনটি ছক্কা খান মুস্তাফিজুর রহমান।