scorecardresearch
 

Sachin Tendulkar, Virat Kohli: 'বিরাটের গিফটটা পেয়ে কেঁদে ফেলেছিলাম,' খোলসা করলেন সচিন

মার্কিন সাংবাদিক গ্রাহাম বেনসিঞ্জারকে দেওয়া সাক্ষাৎকারে সচিন বলেন, ''ঘটনাটা আমার মনে আছে। ম্যাচ শেষ করে ড্রেসিংরুমে এসে আমার চোখে জল চলে এসেছিল। আমি ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছিলাম। নিজেকেই সেই কথাটাই বোঝাতে চাইছিলাম। এক কোণে বসে মাথায় তোয়ালে জড়িয়ে কাঁদছিলাম। আর তোয়ালে দিয়ে মাঝে মধ্যে চোখ মুছছিলাম।'' এরপর সচিন আরও বলেন, ''এমন সময় বিরাট আমার কাছে এল। হাতে একটা লাল সুতো দিল। এটা বিরাটের বাবা তাকে দিয়েছিলেন।''

Advertisement
সচিন তেন্ডুলকরের সঙ্গে বিরাট ছবি: টুইটার সচিন তেন্ডুলকরের সঙ্গে বিরাট ছবি: টুইটার

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার দিনই বিরাট কোহলির (Virat Kohli) দেওয়া মূল্যবান উপহার তাঁর চোখে জল এনে দিয়েছিল। এমনটাই জানালেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। মাস্টার ব্লাস্টার ২০১৩ সালে নিজের ঘরের মাঠ ওয়াংখেড়েতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলে অবসর নিয়েছিলেন। টিম ইন্ডিয়া (Team India vs West Indies) সেই ম্যাচে ১২৬ রানে ক্যরেবিয়ানদের হারিয়ে দেয়। সচিন জানিয়েছেন ১৬ নভেম্বর ড্রেসিংরুমে বসে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। তাঁর কান্না যেন থামছিল না। এক কোণে বসে কাঁদতে থাকেন সচিন। মাথায় তোয়ালে জড়িয়ে কাঁদতে থাকা সচিনকে সেই সময়ই একটি অমূল্য উপহার দেন বিরাট। তবে সেই উপহার সচিন নেননি। ফিরিয়ে দেন বিরাটকে। একটি সাক্ষাৎকারে এই ঘটনার কথা জানিয়েছেন সচিন নিজেই।

মার্কিন সাংবাদিক গ্রাহাম বেনসিঞ্জারকে দেওয়া সাক্ষাৎকারে সচিন বলেন, ''ঘটনাটা আমার মনে আছে। ম্যাচ শেষ করে ড্রেসিংরুমে এসে আমার চোখে জল চলে এসেছিল। আমি ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছিলাম। নিজেকেই সেই কথাটাই বোঝাতে চাইছিলাম। এক কোণে বসে মাথায় তোয়ালে জড়িয়ে কাঁদছিলাম। আর তোয়ালে দিয়ে মাঝে মধ্যে চোখ মুছছিলাম।'' এরপর সচিন আরও বলেন, ''এমন সময় বিরাট আমার কাছে এল। হাতে একটা লাল সুতো দিল। এটা বিরাটের বাবা তাকে দিয়েছিলেন।''

তবে সেই উপহার বিরাটকেই ফিরিয়ে দেন সচিন। তিনি বলেন, ''আমি খানিকক্ষণের জন্য নিজের হাতে ওই নিয়েও বিরাটকে ফেরত দিয়ে দিয়েছিলাম। আমি ওকে বলেছিলাম, এটা তোমার কাছেই থাকা উচিত। এই সুতোটা শুধু তোমার। তোমার শেষ নিঃশ্বাস পর্যন্ত এটা তোমার সঙ্গে রেখ। এটা আমার জন্য আবেগঘন মুহূর্ত। মূল্যবান স্মৃতি।''

আরও পড়ুন: ক্যাচ ধরার আগেই অবস্থান বদল ফিল্ডারের, Viral টম ল্যাথামের ভিডিও

আরও পড়ুন: 'আমরা এখন একা...' বাবাকে নিয়ে আবেগঘন পোস্ট হার্দিকের

Advertisement

দুই বছর আগে একটি শো-তে এসে এই সুতোর কথা বলেছিলেন বিরাটও। প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, ''এই সুতোটা আমি সবসময় আমার কব্জিতে বেঁধে রাখি। ভারতের বেশির ভাগ মানুষই এটা করে। এটা আমার বাবা আমাকে দিয়েছিলেন। বাবা নিজেও এটা পরতেন। তাই আমিও সবসময় আমার কাছে রাখি। ব্যাগে এটা নিয়ে ঘুরি। আমি জানি বাবার দেওয়া এই জিনিসটা আমার কাছে সবচেয়ে দামি জিনিস। আমি সচিনকে এর চেয়ে মূল্যবান উপহার দিতে পারতাম না। আমি বলেছিলাম, তুমি আমাকে এতদিন অনুপ্রাণিত করেছ। এটা আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার।''              

Advertisement