scorecardresearch
 

ম্যাচ চলাকালীন শিস দিলেন বিরাট কোহলি! রইল Video

চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে আয়োজিত দ্বিতীয় টেস্ট ম্যাচে মাত্র ১৩৪ রানে গুটিয়ে গেল ইংল্যান্ড ক্রিকেট দল। দ্বিতীয় দিন ম্যাচ চলাকালীন মাঠে উপস্থিত দর্শকদের আরও উৎসাহিত করার জন্য আচমকাই শিস বাজাতে শুরু করেন। আর বিরাটকে শিস বাজাতে দেখে গোটা স্টেডিয়ামও উত্তাল হয়ে ওঠে। আপাতত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল।

Advertisement
আজ খেলা চলাকালীনই মাঠের মধ্যে শিস দিলেন বিরাট কোহলি আজ খেলা চলাকালীনই মাঠের মধ্যে শিস দিলেন বিরাট কোহলি
হাইলাইটস
  • গোটা দেশে কোভিড মহামারী ছড়িয়ে পড়ার পর প্রায় একবছর অপেক্ষা করতে হয়েছে
  • দর্শকেরাও ম্যাচের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করেছে
  • অবশেষে দ্বিতীয় টেস্ট ম্যাচে দর্শকেরা মাঠে প্রবেশের অনুমতি পেয়েছে।

চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে আয়োজিত দ্বিতীয় টেস্ট ম্যাচে মাত্র ১৩৪ রানে গুটিয়ে গেল ইংল্যান্ড ক্রিকেট দল। দ্বিতীয় দিন ম্যাচ চলাকালীন মাঠে উপস্থিত দর্শকদের আরও উৎসাহিত করার জন্য আচমকাই শিস বাজাতে শুরু করেন। আর বিরাটকে শিস বাজাতে দেখে গোটা স্টেডিয়ামও উত্তাল হয়ে ওঠে। আপাতত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল। 

গোটা দেশে কোভিড মহামারী ছড়িয়ে পড়ার পর প্রায় একবছর অপেক্ষা করতে হয়েছে। অবশেষে আবারও তারা মাঠে প্রবেশ করার অনুমতি পেয়েছে। গত ৫ তারিখ থেকে শুরু হয়েছে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ়। চিপক স্টেডিয়ামে আয়োজিত প্রথম টেস্ট ম্যাচে অবশ্য দর্শকদের মাঠে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। 

অবশেষে দ্বিতীয় টেস্ট ম্যাচে দর্শকেরা মাঠে প্রবেশের অনুমতি পেয়েছে। স্টেডিয়াম একই, তবে এবার বিসিসিআই এবং তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন যুগ্মভাবে সিদ্ধান্ত নিয়েছে যে এবার তারা মাঠে ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেবে। গ্যালারিতে দর্শকেরা ফিরতেই মাঠে ক্রিকেটাররাও আরও উৎসাহিত হয়ে ওঠেন। অন্যদিকে দর্শকেরাও ম্যাচের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করেছে।

অন্যদিকে ভ্যালেন্টাইনস দিবস থেকেই শুরু হয়ে গেল ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্ট ম্যাচের প্রস্তুতি। আমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে এই ম্যাচ আয়োজন করা হবে। আর আজ থেকে শুরু হয়ে গেল সেই টেস্ট ম্যাচের টিকিট বিক্রি। প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি, বিশ্বের বৃহত্তম এই ক্রিকেট স্টেডিয়ামে ১ লাখ দশ হাজার দর্শক একসঙ্গে বসে ম্যাচ উপভোগ করতে পারবেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ের পরের দুটো টেস্ট ম্যাচ আমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে খেলবে ভারত। তবে এই স্টেডিয়ামে ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। কোভিড পরবর্তী পরিস্থিতিতে এই প্রথমবার চেন্নাইয়ে আয়োজিত দ্বিতীয় টেস্ট ম্যাচে স্টেডিয়ামে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। প্রথম দিনই ১২,০০০-এর বেশি দর্শক এমএ চিদম্বরম স্টেডিয়ামে উপস্থিত ছিল।

Advertisement