চারবার আইসিসি-র বর্ষসেরা ক্রিকেটার হলেন বিরাট কোহলি। ২০২৩ বিশ্বকাপে দারুণ ছন্দে ছিলেন তিনি। ২০১২, ২০১৭ এবং ২০১৮ সালে এই সম্মান জিতেছিলেন কোহলি। এবারও তিনি সেরা হলেন। প্রথম ক্রিকেটার হিসেবে কোহলি মোট চার বার এই সম্মান পেলেন। ছাপিয়ে গেলেন তাঁর বন্ধু এবি ডিভিলিয়ার্সকেই। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন এই ক্রিকেটার এর আগে তিন বার এই সম্মান পেয়েছিলেন।
২০২৩ সালে মোট ২০৪৮ রান করেছেন বিরাট। খেলেছেন ৩৬ টি ম্যাচ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে হেরে টিম ইন্ডিয়ার স্বপ্ন ভেঙে গেলেও সেরা ক্রিকেটার হয়েছেন কোহলি। মহম্মদ শামিও তাঁর সঙ্গে লড়াইয়ে ছিলেন। তবে ২৪ উইকেট নেওয়া ভারতীয় পেসারকেও ছাপিয়ে গেলেন বিরাট।
ভারত-ইংল্যান্ডের প্রথম ম্যাচে না থেকেও আছেন বিরাট
ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের প্রথম দুই টেস্ট থেকে নিজেকে ব্যক্তিগত কারণে সরিয়ে রেখেছেন বিরাট। তবে প্রথম টেস্টের প্রথম দিনেই তাঁর জার্সি পরে মাঠে নেমে পড়লেন এক দর্শক। একজন ভক্ত সমস্ত নিরাপত্তা কর্ডন ভেঙে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার পা ছুঁতে পিচে পৌঁছে যান। শুধু তাই নয়, তিনি তাঁর উদ্দেশ্যে সফলও হন। পরে নিরাপত্তা কর্মীরা তাঁকে মাঠ থেকে বের করে দেন।
সেই সময় সুনীল গাভাস্কার কমেন্ট্রি করছিলেন। তিনি বলেন, 'নিরাপত্তারক্ষীরা গ্যালারির দিকে তাকিয়ে থাকেন না। তাই এমনটা হয়। আসলে ভারতে ক্রিকেট এতটাই জনপ্রিয় খেলা যে সেদিকে না তাকিয়েও উপায় নেই।' ম্যাচে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ২৪৬ রান তোলে। এর পর ভারতীয় ইনিংস শুরু হলে এক ভক্ত দৌড়ে পিচে রোহিত শর্মার পা স্পর্শ করেন। তাঁর গায়ে ছিল বিরাট কোহলির জার্সি।
ভারতীয় দল প্রথম টেস্টে দারুণ ছন্দে। প্রথম দিনেই ইংল্যান্ডকে অলআউট করে টিম ইন্ডিয়া। স্পিনাররা ২৪৬ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। জবাবে রোহিত শর্মার উইকেট হারালেও ১১৯ রান করে ফেলেছে। ভারত এখনও ১২৭ রানে পিছিয়ে।