scorecardresearch
 

সেই ৯০ দশকের নস্ট্যালজিয়া! বিধ্বংসী সেহওয়াগের ব্যাটিং, সঙ্গত দিলেন সচিন

বীরেন্দ্র সেহওয়াগের খেলা দেখে তো মনেই হল না যে উনি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। আজও ওনার টাইমিং এককথায় নিখুঁত। খালিদ মেহমুদ ডিপ মিড উইকেটে ছক্কা হাঁকিয়ে তিনি ম্যাচ খতম করেন। ইতিমধ্যে তিনি মাত্র ২০ বলে নিজের হাফসেঞ্চুরি পূরণ করেন। এটাই ওয়ার্ল্ড রোড সেফটি সিরিজ়ের সবথেকে দ্রুত হাফসেঞ্চুরি।

Advertisement
ইন্ডিয়া লেজেন্ডসের টুইটার অ্যাকাউন্ট থেকে নেওয়া হয়েছে ইন্ডিয়া লেজেন্ডসের টুইটার অ্যাকাউন্ট থেকে নেওয়া হয়েছে
হাইলাইটস
  • ইন্ডিয়া লেডেন্ডস বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে দিল
  • ৩৫ বলে ৮০ রান করলেন সেহওয়াগ
  • গতকাল ১০টি বাউন্ডারি এবং পাঁচটি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন বীরেন্দ্র সেহওয়াগ

ওয়ার্ল্ড রোড সেফটি সিরিজ়ের প্রথম ম্যাচে ইন্ডিয়া লেডেন্ডস বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে দিল। রায়পুরের শহিদ বীর নারায়ণ সিং স্টেডিয়ামে শুক্রবার রাতে এই টুর্নামেন্টের শুরু হয়। প্রথম ম্যাচেই একে অপরের মুখোমুখি হয়েছিলেন ভারত এবং বাংলাদেশের লেজেন্ডসরা। বাংলাদেশ লেজেন্ডস দলের অধিনায়ক মহম্মদ রফিক টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। প্রজ্ঞান ওঝা এবং যুবরাজ সিংয়ের বিধ্বংসী বোলিং আক্রমণে গোটা বাংলাদেশ দল মাত্র ১০৯ রানে গুটিয়ে যায়। ভারতের হয়ে ওঝা, যুবরাজ এবং বিনয় কুমার জোড়া উইকেট শিকার করেন। জবাবে ভারতীয় ক্রিকেট দল মাত্র ১০.১ ওভারে ১০ উইকেটে এই ম্যাচ জিতে যায়।

৩৫ বলে ৮০ রান করলেন সেহওয়াগ

বীরেন্দ্র সেহওয়াগের খেলা দেখে তো মনেই হল না যে উনি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। আজও ওনার টাইমিং এককথায় নিখুঁত। খালিদ মেহমুদ ডিপ মিড উইকেটে ছক্কা হাঁকিয়ে তিনি ম্যাচ খতম করেন। ইতিমধ্যে তিনি মাত্র ২০ বলে নিজের হাফসেঞ্চুরি পূরণ করেন। এটাই ওয়ার্ল্ড রোড সেফটি সিরিজ়ের সবথেকে দ্রুত হাফসেঞ্চুরি।
 
গতকাল ১০টি বাউন্ডারি এবং পাঁচটি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন বীরেন্দ্র সেহওয়াগ। সঙ্গে যোগ্য সঙ্গত দিলেন সচিন তেন্ডুলকর। তিনিও ২৬ বলে ৩৩ রান করলেন। সচিনের ব্যাট থেকে বেরিয়ে আসা পাঁচটা বাউন্ডারিতে কার্যত নেচে ওঠে গোটা রায়পুর। প্রথম পাওয়ার প্লে'তে ভারতের এই দুই ব্যাটসম্যান সবথেকে বেশি রানের পার্টনারশিপ গড়ে তোলেন। আগামী ৯ মার্চ ভারত পরের ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে। আজ শ্রীলঙ্কা লেডেন্ডস এবং ওয়েস্ট ইন্ডিজ় লেজেন্ডস একে অপরের মুখোমুখি হবে।

করোনার কারণে পিছিয়ে গিয়েছিল টুর্নামেন্ট - এবার সেটা হল

গত বছর ১১ মার্চ থেকে ওয়ার্ল্ড রোড সেফটি সিরিজ় শুরু হয়েছিল। কিন্তু, করোনার কারণে গোটা দেশে লকডাউন শুরু হয়ে যায়। এই পরিস্থিতিতে চারটে ম্যাচ খেলার পর গোটা সিরিজ় স্থগিত করে দিতে হয়। ওই সিরিজ়ই আবার নতুন করে শুরু করা হয়েছে। এবার টুর্নামেন্টটা ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে আয়োজন করা হয়েছে।

Advertisement

গতবার এই টুর্নামেন্টে পাঁচটি দল অংশগ্রহণ করেছিল। তবে এবার দলের সংখ্যা ৬ হয়ে গেছে। যদিও এবার টুর্নামেন্টে অংশগ্রহণ করেনি অস্ট্রেলিয়া। সেই জায়গায় শ্রীলঙ্কা লেডেন্ডসকে অন্তর্ভূক্ত করা হয়েছে। সেইসঙ্গে ইংল্যান্ড লেজেন্ডস এই টুর্নামেন্টের আরও একটা নতুন দল।

Advertisement