scorecardresearch
 

Anwar Ali: বিশ্বকাপ জেতা স্কালোনির আর্জেন্টিনাকে গোল দিয়ে ভারতকে জিতিয়েছিলেন আনোয়ার, দেখুন সেই VIDEO

আনোয়ার আলিকে (Anwar Ali) নিয়ে উত্তাল ভারতীয় ফুটবল। অবশেষে এনওসি পেয়ে গিয়েছেন আনোয়ার। কেন ভারতীয় দলের এই ফুটবয়ারকে নিয়ে দড়ি টানাটানিতে মাতল ইস্টবেঙ্গল (East Bengal) ও মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)? আনোয়ার শুধু একজন দারুণ ডিফেন্ডার নন, গোল করার ক্ষেত্রেও তাঁর দক্ষতা রয়েছে। এমনকি লিওনেল মেসিদের (Lionel Messi) বর্তমান কোচ স্কালোনির (Lionel Scaloni) আর্জেন্টিনার বিরুদ্ধেও তাঁর গোল ছিল। ২০১৮ সালে সেই ম্যাচ ২-১ গোলে জিতেছিল ভারতীয় দল।

Advertisement
আনোয়ারের সেই গোল আনোয়ারের সেই গোল

আনোয়ার আলিকে (Anwar Ali) নিয়ে উত্তাল ভারতীয় ফুটবল। অবশেষে এনওসি পেয়ে গিয়েছেন আনোয়ার। কেন ভারতীয় দলের এই ফুটবয়ারকে নিয়ে দড়ি টানাটানিতে মাতল ইস্টবেঙ্গল (East Bengal) ও মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)? আনোয়ার শুধু একজন দারুণ ডিফেন্ডার নন, গোল করার ক্ষেত্রেও তাঁর দক্ষতা রয়েছে। এমনকি লিওনেল মেসিদের (Lionel Messi) বর্তমান কোচ স্কালোনির (Lionel Scaloni) আর্জেন্টিনার বিরুদ্ধেও তাঁর গোল ছিল। ২০১৮ সালে সেই ম্যাচ ২-১ গোলে জিতেছিল ভারতীয় দল।

কী ভাবে এই গোল করেছিলেন আনোয়ার?
২০১৮ সালে ৬৮ মিনিট ফ্রি-কিকে আনোয়ারের অসাধারণ শটে ব্যবধান বাড়ায় ভারত। রহিম আলিকে ফাউল করায় এই ফ্রি-কিক পেয়েছিল ভারত। আনোয়ারের শট গোলপোস্টের ধারে লেগে জালে জড়িয়ে যায়। শুধু তাই নয়, আইএসএল-এও এফসি গোয়া ও মোহনবাগান সুপার জায়েন্টের হয়েও অনেক গোল করেছেন এই ফুটবলার। ফলে শুধু ডিফেন্স সামলানো নয়, প্রয়োজনে গোল করতেও পারেন এই ফুটবলার। তাই আনোয়ারকে নিয়ে উন্মাদনা শুরু করে দিয়েছেন ইস্টবেঙ্গল সমর্থকরা।

কবে আসছেন আনোয়ার?
রবিবার রাত ১০:১০ নাগাদ কলকাতায় পঞ্জাব এফসি কর্ণধার রঞ্জিত বাজাজের সঙ্গে কলকাতায় আসতে চলেছেন এই তারকা ফুটবলার। এমনটাই সূত্রের খবর। কবে লাল-হলুদে তিনি সই করবেন তা এখনও স্পষ্ট নয়। মনে করা হচ্ছে সোমবার সই হয়ে যাবে। শাস্তি আনোয়ারের হবে নাকি ক্লাবের হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আগামী ২২ আগস্ট। 'এনওসি' পেয়ে গেলে এই তারকা ডিফেন্ডার নিজের খুশি মতো ক্লাবে খেলতে পারবেন। আর যেহেতু দিল্লি এফসির সঙ্গে ইস্টবেঙ্গল চুক্তি করে নিয়েছে, তাই এনওসি পেয়ে গেলে আনোয়ারকে লাল-হলুদে খেলতে হবে। কিন্তু তার জন্য অবশ্য শাস্তির মুখে পড়তে হতে পারে। কারণ প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি মনে করে যে যেভাবে চুক্তিভঙ্গ হয়েছে, সেটা অনায্য। কিন্তু আনোয়ার নিজেই যখন অন্য ক্লাবে খেলতে চাইছেন, তাই তাঁকে ছাড়পত্র দিয়ে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

Advertisement

দেখুন আনোয়ারের সেই গোল

২২ আগস্ট চূড়ান্ত সিদ্ধান্ত
ইস্টবেঙ্গল আর দিল্লি এফসি দুটো ক্লাবকেই বলা হয়েছিল ১০ আগস্টের মধ্যে নিজেদের বক্তব্য জানানোর জন্য। কিন্তু দুটো ক্লাবই আরও দশদিন সময় চেয়ে নেয়। যেহেতু এদিনের বৈঠক আগে থেকেই ঠিক হয়ে গিয়েছিল। তাই ভার্চুয়াল হিয়ারিং হয়। ইস্টবেঙ্গলের প্রতিনিধির পাশাপাশি দিল্লি এফসি কর্তা রঞ্জিত বাজাজ এবং আনোয়ারের আইনজীবি সেই বৈঠকে ছিলেন। যা শোনা গেল, তাতে মোহনবাগানের সঙ্গে অনায্যভাবে চুক্তিভঙ্গের জন্য আনোয়ার, দিল্লি এফসি কিংবা ইস্টবেঙ্গলের শাস্তি হতে পারে। আগামী দু'তিনদিনের মধ্যে তা জানিয়ে দেওয়া হতে পারে। কিন্তু যেহেতু ইস্টবেঙ্গল আর দিল্লি এফসি নিজেদের বক্তব্য সাবমিশনের জন্য আরও দশদিন সময় চেয়েছে। তাই আনোয়ার ইস্যুতে ২২ আগস্ট চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলেই খবর।          

Advertisement