scorecardresearch
 

Richest Indian Footballer: ভাইচুং-সুনীলরা নন, ভারতে সবচেয়ে ধনী ফুটবলার কে জানেন?

ভারতে ক্রিকেটাররা প্রচুর টাকা রোজগার করেন। বিখ্যাত হলে তো কথাই নেই। তবে ভারতের ফুটবলাররা কত টাকা রোজগার করেন? সাধারণভাবে মনে করা হয়, সুনীল ছেত্রী (Sunil Chhetri), ভাইচুং ভুটিয়ার (Bhaichung Bhutia) মতো তারকা ফুটবলাররাই হয়ত সবচেয়ে ধনী ফুটবলার।

Advertisement
ভাইচুং ভুটিয়া ও সুনীল ছেত্রী ভাইচুং ভুটিয়া ও সুনীল ছেত্রী

ভারতে ক্রিকেটাররা প্রচুর টাকা রোজগার করেন। বিখ্যাত হলে তো কথাই নেই। তবে ভারতের ফুটবলাররা কত টাকা রোজগার করেন? সাধারণভাবে মনে করা হয়, সুনীল ছেত্রী (Sunil Chhetri), ভাইচুং ভুটিয়ার (Bhaichung Bhutia) মতো তারকা ফুটবলাররাই হয়ত সবচেয়ে ধনী ফুটবলার।


তবে সুনীল বা ভাইচুং নয়, ভারতীয় ফুটবলারদের মধ্যে সবচেয়ে ধনী ফুটবলারের নাম জানলে অবাক হতে হবে আপনাদের। তবে আইএসএল-এর দৌলতে ফুটবলাররাও এখন আর্থিকভাবে স্বাবলম্বী। বহু ভারতীয় ফুটবলারই কোটি কোটি টাকায় বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে নাম লেখাচ্ছেন। সন্দেশ ঝিংগান, প্রভসুকান গিল, আয়ুশ শর্মা, আকাশ মিশ্র, অনিরুদ্ধ থাপা, গুরপ্রীত সিং, আনোয়ার আলিরা কোটি কোটি টাকা উপার্জন করছেন। ভারতীয় ফুটবল-ও জনপ্রিয়তায় বেশ কয়েক কদম এগিয়ে গিয়েছে। ইতিমধ্যেই ফিফা র্যা ঙ্কিং-এ ৯৯-এ উঠে এসেছে ইগর স্টিম্যাচের দল। টিম ইন্ডিয়া টানা তিনটে আন্তঃমহাদেশীয় টুর্নামেন্টেরম চ্যাম্পিয়ন হয়েছে কয়েক সপ্তাহের ব্যবধানে। ইন্টার কন্টিনেন্টাল কাপ, সাফ কাপ, কিংস কাপে জয়ী হয়ে জাতীয় দলের ফুটবলাররা বেশ বড়সড় আর্থিক পুরস্কারও পেয়েছে।


তবে ভারতীয় ফুটবলারদের মধ্যে, সবচেয়ে বড়লোক ভারতীয় ফুটবলের প্রাক্তন তারকা গৌরমাঙ্গি সিং। জাতীয় দলের হয়ে ৭১ ম্যাচ খেলা গৌরমাঙ্গির সম্পত্তির পরিমাণ বলা হচ্ছে ৪১ কোটি টাকা। ২০১৯-এ ফুটবল থেকে অবসর নেন। দীর্ঘ দেড় দশকের ফুটবল কেরিয়ারে মোহনবাগান, মাহিন্দ্রা ইউনাইটেড, স্পোর্টিং গোয়া, রাংদাজিয়াদ ইউনাইটেড, চার্চিল ব্রাদার্স, প্রয়াগ ইউনাইটেড, নেরোকা, ডিএসকে শিবাজিয়ান্স-এর হয়ে যেমন আইলিগে খেলেছেন, তেমন আইএসএল-এ খেলেছেন পুণে সিটির এফসি ও চেন্নাইয়িনের হয়ে।
 

গৌরমাঙ্গি সিং
গৌরমাঙ্গি সিং

কার কত টাকা রোজগার?
গৌরমাঙ্গি সিং- ৪১ কোটি টাকা
সুনীল ছেত্রী- ১১.৫ কোটি টাকা
ভাইচুং ভুটিয়া- ৫ কোটি টাকা
 

Advertisement

কোচিং করাচ্ছেন গৌরমাঙ্গি
খেলা অনেকদিন আগেই ছেড়ে দিয়েছেন গৌরমাঙ্গি। দেড় দশকের কেরিয়ারে মোহনবাগান, মহিন্দ্রা ইউনাইটেড, চার্চিল ব্রাদার্স, নেরোকা এফসি, স্পোর্টিং ক্লাব দ্য গোয়া, রাংদাজিদ ইউনাইটেডের মতো ক্লাবে খেলেছেন তিনি। খেলা ছেড়ে দেওয়ার পর, কোচিং-ও করছেন গৌরমাঙ্গি। ব্যাঙ্গালোর ইউনাইটেডের সহকারী কোচ হিসেবে তিন মরশুম কাজ করার পর, এফসি গোয়ায় মানেলো মার্কুয়েজের সহকারী হিসেবে কাজ করছেন তিনি।

Advertisement