scorecardresearch
 

Copa America Final: মেসিদের কাছে কেন হারল ব্রাজিল? জানুন কারণ...

২৮ বছরের খরা কাটিয়ে অবশেষে জয় পেয়েছে আর্জেন্টিনা। অবশেষে শাপমুক্ত হয়েছে মেসি। তবে সমানে-সমানে এই ম্যাচে টেক্কা দিয়েছে দুই দল। কিন্তু তবুও ৯০মিনিটের পর হেরে মাঠ ছাড়তে হয়েছে ব্রাজিলকে। ১-০ ব্যবধানে কোপা আমেরিকা জয় করেছে মেসিরা। তবে কেন হারতে হলো ব্রাজিলকে! রইলো কারণ...

Advertisement
ব্রাজিল বনাম আর্জেন্টিনা। কোপা আমেরিকার ফাইনালে। ব্রাজিল বনাম আর্জেন্টিনা। কোপা আমেরিকার ফাইনালে।
হাইলাইটস
  • আর্জেন্টিনার কাছে হার ব্রাজিলের
  • কোপার ফাইনালে হার ব্রাজিলের
  • ০-১ গোলে হারল ব্রাজিল

ব্রাজিল বনাম আর্জেন্টিনার লড়াই ছিল রবিবার সকালে। বাঙালির কাছেও এটা অন্য একটা আবেগের খেলা। যেমন বাংলা ও কলকাতার ডার্বি ইস্টবেঙ্গল-মোহনবাগান দ্বৈরথ। ঠিক তেমনই ব্রাজিল-আর্জেন্টিনা পুরো বিশ্বের ডার্বি। একই সঙ্গে এই দুই দেশের ফুটবলে ভাগ হয়ে যায় বাঙালিরাও। তবে অবশেষে রবিবার সকালটা শুরু হয়েছে নীল-সাদা রং দিয়েই।

২৮ বছরের খরা কাটিয়ে অবশেষে জয় পেয়েছে আর্জেন্টিনা। অবশেষে শাপমুক্ত হয়েছে মেসি। তবে সমানে-সমানে এই ম্যাচে টেক্কা দিয়েছে দুই দল। কিন্তু তবুও ৯০মিনিটের পর হেরে মাঠ ছাড়তে হয়েছে ব্রাজিলকে। ১-০ ব্যবধানে কোপা আমেরিকা জয় করেছে মেসিরা। তবে কেন হারতে হলো ব্রাজিলকে! রইলো কারণ...

 

 

আত্মঘাতী গোল ও খারাপ ডিফেন্স

রবিবার আর্জেন্টিনার বিরুদ্ধে সেভাবে ভালো ডিফেন্স করতে দেখা যায়নি ব্রাজিল দলকে। বল পায়ে সাম্বা ব্রিগেডের ডিফেন্স বেশ শক্তিশালি বলে ধরা হয়। তবে সেভাবে প্রথমার্ধে ডিফেন্স সামাল দিতে পারেননি ড্যানিলো, সিলভারা। একই সঙ্গে গোলরক্ষকের ভূমিকায় নিজের ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছেন ই মরেস।


ডি বক্সে ব্যাক পাস

রবিবার একাধিক ব্যাক পাস খেলতে দেখা গিয়েছে ব্রাজিল দলকে। নিজেদের ডি বক্সের মধ্যেই একাধিক ব্যাকপাস খেলেছেন তাঁরা। ফলে সেই কারণে আক্রমণভাগে সেটা প্রভাব পড়েছে। ফলে সেই কারণে মেসিদের বিরুদ্ধে সেভাবে ছাপ ফেলতে পারেননি সিলভারা।


মিডফিল্ডে অসুবিধা

আর্জেন্টিনা বেশ ভালো ফুটবল খেলতে শুরু করেছিল প্রথম থেকেই। সেই কারণে গতির ফুটবলের সামনে ছন্নছাড়া ছিল ব্রাজিল। মাঝমাঠে খুবই খারাপ ফুটবল খেলতে দেখা গিয়েছে ব্রাজিলকে। বল পায়ে নিজেদের নিয়ন্ত্রণ রাখতে পারছিলেন না তাঁরা। 

Advertisement

 

 


প্রথমার্ধে ফরওয়ার্ড লাইনে ক্ষামতি

প্রথমার্ধে ভালো ফুটবল খেলছিল আর্জেন্টিনা। ফলে সেই জায়গায় ক্ষামতি ছিলো ব্রাজিলের ফরওয়ার্ড লাইনে। বিভিন্ন ভাবে সুযোগ নষ্ট করেছেন তাঁরা। একই সঙ্গে সেভাবে আক্রমণভাগে দেখা যায়নি ব্রাজিলের ফরওয়ার্ডদের।

Advertisement