scorecardresearch
 

Mohun Bagan: ISL-এর প্রথম ম্যাচেই ম্যাকলরেন-রড্রিগেজকে পাবে মোহনবাগান? বড় আপডেট

ডুরান্ড কাপের (Durand Cup 2024) ফাইনালে উঠেও হারতে হয়েছে মোহনবাগান সুপার জায়েন্টকে (Mohun Bagan Super Giant)। নর্থ ইস্ট ইউনাইটেডের (North East United FC) বিরুদ্ধে ফাইনাল ম্যাচে মারাত্মক চোট পেয়েছিলেন আলবার্তো রড্রিগেজ(Alberto Rodriguez)। তিনি আইএসএলএর (ISL) প্রথম ম্যাচ থেকে দলে থাকবেন কিনা তা নিয়ে সংশয়ে ছিলেন মোহনবাগান ফ্যানরা। তবে শনিবার অনুশীলনে নেমে পড়লেন এই স্প্যানিশ ডিফেন্ডার। যার ফলে কিছুটা চিন্তা কাটছে মোহনবাগান কোচ জোসে মোলিনার (Jose Molina)।  

Advertisement
রডরিগেজ ও ম্যাকলারেন রডরিগেজ ও ম্যাকলারেন

ডুরান্ড কাপের (Durand Cup 2024) ফাইনালে উঠেও হারতে হয়েছে মোহনবাগান সুপার জায়েন্টকে (Mohun Bagan Super Giant)। নর্থ ইস্ট ইউনাইটেডের (North East United FC) বিরুদ্ধে ফাইনাল ম্যাচে মারাত্মক চোট পেয়েছিলেন আলবার্তো রড্রিগেজ(Alberto Rodriguez)। তিনি আইএসএলএর (ISL) প্রথম ম্যাচ থেকে দলে থাকবেন কিনা তা নিয়ে সংশয়ে ছিলেন মোহনবাগান ফ্যানরা। তবে শনিবার অনুশীলনে নেমে পড়লেন এই স্প্যানিশ ডিফেন্ডার। যার ফলে কিছুটা চিন্তা কাটছে মোহনবাগান কোচ জোসে মোলিনার (Jose Molina)।    

ফিট হচ্ছেন ম্যাকলারেন
দল ইতিমধ্যেই একটা টুর্নামেন্ট খেলে ফেললেও চোটের জন্য এখনও পর্যন্ত একটা ম্যাচেও মাঠে নামতে পারেননি তিনি। তবে এই চোট কাটিয়ে আইএসএলের প্রথম ম্যাচ থেকেই মাঠে নামতে মরিয়া মোহনবাগানের অজি তারকা জেমি ম্যাকলারেন (Jamie Maclaren)। শনিবার মোহনবাগান দল অনুশীলনে নামার প্রায় আধঘন্টা আগে নিজেই অনুশীলনে নেমে গেলেন জেমি। একা অনুশীলন করলেন বেশ কিছুক্ষণ। তারপর দলের সঙ্গে মিনিট দশেক অনুশীলন করার পর রিহ্যাব করেন বাকি সময়। এদিনও গোটা দলকে ঘণ্টা দুয়েক অনুশীলন করালেন মোহনবাগান কোচ জোসে মোলিনা। 

১৩ সেপ্টেম্বর সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলবে ময়দানের এই প্রধান। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী মুম্বই সিটি এফসি (Mumbai City FC)। আগত এই ম্যাচ থেকেই জয়ে ফিরতে চাইছেন বাগান কোচ জোসে মোলিনা‌। 

আরও পড়ুন

ডুরান্ড ফাইনালের পর ফুটবলার দিন তিনেকের ছুটি ছিল সকল ফুটবলারদের। তারপর গত বুধবার বিকেল থেকেই অনুশীলনে যোগদান করতে দেখা যায় সকল ফুটবলারদের। যেখানে প্রথম থেকেই চনমনে মেজাজে ধরা দিয়েছিলেন বিদেশি ফুটবলাররা। বর্তমানে একাধিক ফুটবলার জাতীয় শিবিরের সঙ্গে যুক্ত থাকলেও তাঁদের বাদ দিয়েই স্বমহিমায় অনুশীলন শুরু করেন জোসে মোলিনা‌। যেখানে চোট সারিয়ে ফিরতে দেখা যায় ভারতীয় তারকা আশিক কুরুনিয়ানকে। তবে প্রথম ম্যাচে মোলিনা কাদের শেষ অবধি পাবেন তা নিয়ে চিন্তায় মোহনবাগান সমর্থকরা। 

Advertisement

Advertisement