scorecardresearch
 

Wimbledon:মেসির দিনে নজির বাঙালির, জুনিয়র চ্যাম্পিয়ন সমীর বন্দ্যোপাধ্যায়

আজ কলকাতা মেসিময়। আর হবে নাই বা কেন। লিওনেল মেসির নেতৃত্বেই তো আর্জেন্তিনা কোপা চ্যাম্পিয়ন হয়েছে। পরাজিত করেছে চির প্রতিপক্ষ ব্রাজিলকে। তবে মেসির দিনে নজর কাড়লেন এক বঙ্গসন্তানও। মাত্র সতেরো বছর বয়সে উইম্বলডনে জুনিয়র চ্যাম্পিয়ন হলেন প্রবাসী বাঙালি সমীর বন্দ্যোপাধ্যায়।

Advertisement
Samir Banerjee Samir Banerjee
হাইলাইটস
  • জুনিয়র উইম্বলডন চ্যাম্পিয়ন হলেন সমীর বন্দ্যোপাধ্যায়
  • নজির গড়লেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকার সমীর
  • এর আগে লিয়েন্ডার পেজ জুনিয়র চ্যাম্পিয়ন হয়েছিলেন

আজ কলকাতা মেসিময়। আর হবে নাই বা কেন।  লিওনেল মেসির নেতৃত্বেই তো আর্জেন্তিনা কোপা চ্যাম্পিয়ন হয়েছে। পরাজিত করেছে চির প্রতিপক্ষ ব্রাজিলকে। তবে মেসির দিনে নজর কাড়লেন এক বঙ্গসন্তানও। মাত্র সতেরো বছর বয়সে উইম্বলডনে  জুনিয়র চ্যাম্পিয়ন হলেন প্রবাসী বাঙালি সমীর বন্দ্যোপাধ্যায়।

 


ফাইনালে নিজের দেশ আমেরিকার প্রতিপক্ষ ভিক্টরকে স্ট্রেট সেটে ৭-৫, ৬-৩ হারিয়ে  উইম্বলডনে ছোটদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন সমীর। এর আগে ১৯৯০ সালে জুনিয়র উইম্বলডন সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়ে নজির গড়েছিলেন লিয়েন্ডার পেজ।

 

বাঙালি হলেও সমীরের বেড়ে ওঠা অবশ্য আমেরিকায়। ছয় বছর থেকে টেনিস খেলা শুরু করেন সমীরা। দেখতে দেখতে ১১ বছর হয়ে গেল। কলোম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমীর অবশ্য এখনও ঠিক করে ওঠেননি ভবিষ্যতে টেনিসকেই কেরিয়ার করবেন কিনা। এই বিষয়ে বাবা-মার পরামর্শ নিয়েই এগোতে চান তিনি। 

Advertisement

 

 

 

Advertisement